মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরের পীরগঞ্জে ন্যায্যমূল্যের ৯০ বস্তা চালসহ আটক -৩

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জের গুঞ্জিপাড়ায় কালোবাজারে ন্যায্যমূলের চাল পাচারকালে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় ৯০ বস্তা চালসহ একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, টাক্টরের চালক ইসমাইল, হেলপার রিয়াদ ও শ্রমিক জাহাঙ্গীর ।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জে ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শাহিন আলম বলেন, বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ভেন্ডাবাড়ি-বড়দরগাঁও সড়কের গুর্জিপাড়া কলেজের সামন থেকে চালের বস্তা বোঝাই একটি ট্রাক্টর জব্দ করা হয়। এতে ৯০ বস্তা চাল উদ্ধার হয়। এ সময় ট্রাক্টর চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ভেন্ডাবাড়ির চাল ব্যবসায়ী রবিউল ইসলামের গোডাউন থেকে ন্যায্যমূল্যের এসব চাল ট্রাক্টরে করে গাইবান্ধার সাদুল্যাপুরে নিয়ে যাওয়া যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। পুরো ঘটনাটি তদন্ত করে বাকি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তুুতি চলছে।