শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

অবহেলায় রাজশাহী ফজলির স্বত্ব পেলো ভারত

news-image

নিউজ ডেস্ক : রাজশাহীর সুস্বাদু ফজলি আম পছন্দ করেন না এমন ভোজনরসিক বোধহয় খুঁজে পাওয়া যাবে না। আর সেই ফজলিকেই নিজেদের দাবি করে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসাবে এর স্বত্ব নিয়ে গেছে ভারত! নাম দিয়েছে ‘মালদাহর ফজলি’। অথচ ঐহিত্যগতভাবেই ফজলি বাংলাদেশের। ইতিহাস বলে, বাংলাদেশ থেকেই এক সময় কলকাতা তথা পশ্চিমবঙ্গে ফজলি যেত। সেই ফজলির স্বত্ব হারানোর পরও বাংলাদেশ চুপচাপ। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। তবে আশার কথা গবেষকরা বলেছেন, এখনো সুযোগ আছে। বাংলাদেশ ‘রাজশাহীর ফজলি’ নামে নিবন্ধন নিতে পারে।

এ প্রসঙ্গে রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিমুদ্দিন মঙ্গলবার বলেন, ভারত ‘মালদাহর ফজলি’ হিসেবে নিবন্ধন নিলেও কোনো সমস্যা নেই। আমরা ‘রাজশাহীর ফজলি’ হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছি। তিনি বলেন, রাজশাহীর বাঘা, চারঘাট এলাকায় দুইশ বছরের আগে থেকে ফজলি আম চাষ হয়ে আসছে। তখন কলকাতার বাজারে এখান থেকে এই আম পাঠানো হতো। বিশিষ্ট আম গবেষক মাহবুব সিদ্দিকীর ‘আম’ বইয়েও এই তথ্য তুলে ধরা হয়েছে।

জানা গেছে, দেরিতে হলেও রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন পেতে পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস অধিদপ্তরে আবেদন করেছে। অথচ ভারত ২০০৮ সালেই বাংলাদেশের ফজলিকে ‘মালদাহর ফজলি’ নামে নিবন্ধনের কাজটি সেরে নিয়েছে।

ফজলি আমের তথ্য খুঁজতে গিয়ে দেখা যায়, ডব্লিউ এইচ নেলসনের ‘ফাইনাল রিপোর্ট অন দ্য সার্ভে এন্ড সেটেলমেন্ট ইন দ্য ডিস্ট্রিক্ট অব রাজশাহী ১৯১২-১৯২২’ বইয়েও বাঘার ফজলি আমের কথা তুলে ধরা হয়েছে। বইতে বলা হয়েছে, এই আম অত্যন্ত সুস্বাদু হওয়ায় কলকাতাতে এখান থেকেই এই আম যেত।

ড. আলিমুদ্দিন আরো বলেন, ফজলি আম রাজশাহীর ঐতিহ্য, ইতিহাসের অংশ। এই সম্পদ আমাদের রক্ষা করতে হবে। তাহলে এতদিনেও আপনারা এ ব্যাপারে ব্যবস্থা নেননি কেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ফজলি যে আমাদের আম, সে ব্যাপারে সকল তথ্য-প্রমাণ আমরা যোগাড় করে এক বছর আগে পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস অধিদপ্তরে পাঠিয়েছি।

প্রসঙ্গত, ট্রিপস (ট্রেড রিলেটেড আসপেক্টস অব ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস) চুক্তির ২৭.৩ (খ) ধারায় পৃথিবীর সব প্রাণ-প্রকৃতি-প্রক্রিয়ার ওপর পেটেন্ট করার বৈধ অধিকার রাখা হয়েছে। কোনো একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়া এবং সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উত্পাদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে সেই দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তবে একই পণ্য অন্য একাধিক দেশ উত্পাদন করলে যে দেশ পণ্যটি সবচেয়ে বেশি উত্পাদন করবে এবং পণ্যটি যে দেশে সবচেয়ে বেশি জনপ্রিয় হবে, সে দেশই ওই পণ্যের স্বত্ব পেতে অগ্রাধিকার পাবে।

সংশ্লিষ্টরা বলছেন, এক্ষেত্রে এগিয়ে আছে বাংলাদেশ। কারণ বাংলাদেশেই বেশি পরিমাণে ফজলি আমের চাষ হয়। ফজলির মূল উত্পাদনস্থল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা। শুধু তাই নয়, বাংলাদেশের ফজলি আমই সবচেয়ে বেশি জনপ্রিয় ও অত্যন্ত সুস্বাদু। সীমিত হারে রপ্তানিও হচ্ছে কোনো কোনো দেশে।

বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী কোনো পণ্যের ভৌগোলিক নির্দেশকের জন্য নিবন্ধন নিতে হয়। জিআই পণ্য হিসেবে নিবন্ধন পেলে সংশ্লিষ্ট পণ্যের মালিক হবে সেই দেশ। তারা সেই পণ্যের ব্যবসায়িক মুনাফার সম্পূর্ণ অংশের মালিক হবে। আন্তর্জাতিক অঙ্গনে এসব পণ্যের মালিকানা বা স্বত্ব আর কোনো দেশ দাবি করতে পারবে না। শুধু তাই নয়, দেশের মধ্যেও অন্য কোনো এলাকার জনগোষ্ঠী এ পণ্যের মালিকানা পাবে না। উৎস: ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

হিট স্ট্রোকের সহজ ঘরোয়া প্রতিকার

মেয়েকে প্রকাশ্যে আনলেন রাজ-শুভশ্রী

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন তামান্না

গাজায় তিন জিম্মির মরদেহ উদ্ধার ইসরায়েলের

মার্কিন প্রতিনিধির বসাকে সমস্যার সমাধান মনে করা সরকারের ভুল ধারণা : মঈন খান

চট্টগ্রামে লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিশুসহ পথচারী নিখোঁজ

ইসরায়েলকে গাজায় অভিযানের ‘অজুহাত’ দিয়েছে হামাস : মাহমুদ আব্বাস

ডায়াবেটিস থেকে ত্বকের সমস্যা

বিএনপির সময় ঋণখেলাপি সবচেয়ে বেশি ছিল: আইনমন্ত্রী

১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নেওয়া ৩২ রোহিঙ্গা আটক

৪ বিভাগে আরও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট