সোনালী বিকিনির শামা যা বললেন…
সম্প্রতি দুবাই ভ্রমণে গিয়েছেন বলিউডের টিভি অভিনেত্রী শামা সিকান্দার। এর মধ্যে একদিন দুবাইয়ের সমুদ্রতটে সূর্যের তাপ শরীরে মাখছিলেন। পরনে সোনালি বিকিনি। চোখে সানগ্লাস। ইনস্টাগ্রামে পোস্ট করা এমন ভঙ্গির ছবিতে তাকে বেশ ‘সেক্সি’ লাগছিল। কিন্তু এ বিষয়ে ভিন্ন মত এ অভিনেত্রীর।
‘ইয়ে মেরি লাফ হ্যায়’ টেলি সিরিয়ালের মাধ্যমে আত্মপ্রকাশ শামার। সেখানে তাকে একেবারে ঘরোয়া, সাধাসিধে একটি চরিত্রে দেখা গেছে। পরে অবশ্য ভিন্ন ধরনের চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে দর্শকের মনে থেকে গিয়েছে সেই সহজ-সাবলীল তরুণী।
অবশ্য সেই ইমেজ ভেঙে বেরিয়ে এসেছেন শামা। দুবাই থেকে তিনি যেসব ছবি পোস্ট করেছেন, তাতে উষ্ণতার পারদ চড়েছে কয়েকগুণ।
সোনালি বিকিনির শামাকে তাই অনেকে ‘সেক্সি’, ‘হট’, ‘আবেদনময়ী’ ইত্যাদি তকমা দিতে শুরু করেন। কিন্তু তার সাফ উত্তর, সেক্সি তো বলাই যায়। তবে শুধু শরীরের গড়নের কারণে কাউকে সেক্সি বলা ঠিক নয়। দরকার আত্মার ঝলক, সেই আগুনই কাউকে সেক্সি করে তোলে। সূত্র: ইন্ডিয়া টুডে।