আসছে পুনম পান্ডের গোপন প্রজেক্ট!
বিনোদন ডেস্ক : বলিউড মডেল পুনম পান্ডে সবসময় নিজেকে আলোচনায় রেখেছেন বিতর্ক আর যৌন আবেদন দিয়ে। কখনো অর্ধনগ্ন আবার কখনো বা নগ্ন হয়েই ভাইরাল হয়েছেন ইন্টারনেট জুড়ে। সম্প্রতি আবারও ঝড় তুলতে যাচ্ছেন এই তারকা মডেল।
ব্যক্তিগত টুইটার একাউন্ট থেকে এমন খবরেরই জানান দেন তিনি। টুইটারে তিনি লেখেন ‘সিক্রেট প্রজেক্ট’র কাজ শেষ করেছি। খুব শিগগরিই প্রকাশ করা হবে এটি। আশা করছি আবারও ইন্টারনেটের বাঁধ ভাঙ্গব আমি।’
বাঁধ যে ভেঙেছে সে আর বলার অপেক্ষা রাখে না। এরইমধ্যে ওই স্ট্যাটাসে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। সবাই জানতে চাইছেন কী সেই গোপন প্রজেক্ট! তবে পুনম তা রহস্যই রেখে দিলেন।
পুনম পান্ডে মূলত প্রথমবারের মতো আলোচনায় আসেন ২০১১ ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন সময়ে। সেবার ভারত বিশ্বকাপ জিতলে নিজের নগ্ন ছবি প্রকাশ করার ঘোষণা দেন তিনি। এই ঘোষণা তাকে রাতারাতি আলোচনায় নিয়ে আসে। সেইসঙ্গে সমালোচিতও হন তিনি। এরপর থেকে নিয়মিত চটকদার সব কর্মকাণ্ড করে যাচ্ছেন তিনি।