দেখুন কিভাবে তৈরী হয় সেক্স ডল ভিডিওতে
প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি এবং বিজ্ঞানের কল্যাণে ক্রমশ এগিয়ে যাচ্ছে বিশ্ব। সেই সঙ্গে ক্রমশ বদলে যাচ্ছে মানুষের চাহিদাও। আর চাহিদার সঙ্গে অবশ্যই জড়িয়ে রয়েছে প্রত্যেক মানুষের যৌন চাহিদাও। আর তা পূরণ করতে এবার বাজারে চলে এসেছে স্বয়ংক্রিয় রোবট। সেক্স ডল তো ছিলই।
কিন্তু অনেক ক্ষেত্রে মানুষের সব চাহিদা রোবট পূরণ করতে পারে না এটি। এমনকি, স্বয়ংক্রিয় রোবট অনেক ক্ষেত্রেই মানুষের চাহিদা মেটাতে ব্যথ। তাই চাহিদা মেটাতে বাজারে আসতে চলেছে অ্যাবিস ক্রিয়েশনের ‘রেড ডল’৷
নতুন এই রিয়েলিস্টিক রোবট গুলি বাজারে আসবে ২০১৭ সালে৷ যাতে থাকছে স্বয়ংক্রিয় যৌনাঙ্গ৷ যা মানুষের শরীরের তাপমাত্রা বুঝে কাজ করবে এবং উপভোক্তার শারীরিক চাহিদা মেটাবে। নতুন এই আবিষ্কার পরের বছরের প্রথম দিকে বাজারে আনতে চলেছে উৎপাদনকারী সংস্থা।
ভারতীয় মুদ্রায় এই বাজারের দাম হচ্ছে ৯,৭৫,৫৯১ টাকা। সংস্থার দাবি, এতদিন পর্যন্ত ‘সেক্স ডল’ গুলির সীমাবদ্ধতা ছিল৷ কিন্তু, বাস্তব ও কল্পনার ফারাক আনেকটাই মেটাতে সক্ষম হবে বিজ্ঞানের এই নয়া আবিষ্কার।