‘আমাকে ধর্ষণ করলে যদি ধর্ষণের মাত্রা কমে তাহলে আমি রাজি’
বিনোদন ডেস্ক : বরাবরই খোলামেলা শার্লিন চোপড়া। যত না জনপ্রিয় তার সৌন্দর্যের জন্য, তার চেয়ে বেশি পরিচিত বিভিন্ন মন্তব্যের জন্য। আর এবার অদ্ভুত এক মন্তব্য করে বসলেন তিনি। শার্লিন চোপড়া বলেছেন, ‘আমাকে ধর্ষণ করলে যদি দেশে ধর্ষণের মাত্রা কমে যায়, তাহলে আমি রাজি অত্যাচার সহ্য করতে। আমি ভয় পাই না। ‘
এর আগে একটি বিখ্যাত ওয়েবসাইটে প্রকাশিত একটি সাক্ষাৎকারে শার্লিন স্বীকার করেছেন যে, তিনি টাকার জন্য দেহ ব্যবসার পথ বেছে নিয়েছিলেন। প্রথমে কলেজের বেতন দিতে বেড শেয়ার করলেও পরে তা রুটিনে পরিণত হয়। সে সময় শার্লিনের কাছে সহজে পয়সা কামানোর উপায় ছিল দেহ ব্যবসা।
শুধু শার্লিন নয়, পুনম পান্ডেও কিন্তু বেশ বিখ্যাত তার বিক্ষিপ্ত মন্তব্যের জন্য। এবার হোলির আগেও পুনম পান্ডে বেশ খুল্লামখুল্লা পোশাক পরে ছবি পোস্ট করেছেন। যা নিয়েও বেশ বিতর্ক শুরু হয়ে যায়। সবকিছু মিলিয়ে, বলিউডের সাহসী অভিনেত্রীরা কিন্তু কালে কালে বেশ এগিয়ে যাচ্ছেন। অভিনয় দিয়ে না হোক, মন্তব্য এবং পোশাকের জন্যই আবার শীর্ষে উঠে গেলেন তারা।