মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে আবেদনময়ী নার্স !

news-image

অনলাইন ডেস্ক : দেড় লাখের উপর ইন্সটাগ্রাম ফলোয়ার। ছবি প্রতি লাইক কিন্তু প্রকৃত ভালোবাসার থেকে কম। তাকে ঘিরে উন্মাদনা কম নয়। তার ছবি দেখে হৃদস্পন্দনের গ্রাফ ওঠানামা করবে বইকি!

তিনি কোনও অভিনেত্রী নন। তিনি একজন নার্স। হতে পারে বিশ্বের সুন্দরীতম নার্স। তাকে সবচেয়ে আবেদনময়ী নার্সও বলা চলে। এভাবেই তাইপেই-এর বছর ২৩-র যুবতী ক্যারিনা লিনন পরিচিত।

বিকিনি থেকে যে কোনো স্বল্প পোশাক – ক্যারিনার আবেদনপূর্ণ ছবি সোশ্যাল মিডিয়ায় বিগ হিট!

তবে নিজেকে একজন নার্স হিসেবেই পরিচয় দিতে চান এই তাইপেই সুন্দরী। তিনি বলেন, ‘আমি একজন নার্স এবং এই পরিচয়ই রাখতে চাই। আমি কোনো মডেল বা অভিনেত্রী হতে চাই না। নিজেকে খুশি রাখতে যা প্রয়োজন, তাই করি। ’

সত্যি! তার ভক্তরাও চান, ক্যারিনা আরও খুশি থাকুন। অন্তত, তার ছবি পোস্ট তো বন্ধ হবে না।

এ জাতীয় আরও খবর