এই উঠতি মডেলকে বিয়ে করতে চলেছেন করিশ্মার প্রাক্তন স্বামী!
বিনোদন ডেস্ক :তৃতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূর। সূত্রের খবর, আগামী এপ্রিলেই নয়াদিল্লির উঠতি মডেল প্রিয়া সচদেবের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। নিউইয়র্কে হবে বিয়ের অনুষ্ঠান। তবে দুই পরিবারের কোনও সদস্যই এখনও এ বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সঞ্জয়ের পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, বিয়ের যাবতীয় আয়োজন শুরু হয়ে গিয়েছে।
১৩ বছরের বিবাহিত জীবনের শেষে গত বছর বিচ্ছেদ হয়ে গিয়েছে সঞ্জয়-করিশ্মার। তাঁদের দুই সন্তান সামাইরা ও কিয়ান এখন করিশ্মার সঙ্গেই থাকে। বলি মহলের জল্পনা, ব্যবসায়ী সন্দীপ তশনিওয়ালের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন করিশ্মা। সন্দীপ নাকি বান্দ্রাতে করিশ্মার জন্য নতুন ফ্ল্যাটও কিনেছেন। বিয়ে করতে পারেন তাঁরা। তবে এখনও এ নিয়ে অফিশিয়ালি কিছু জানাননি কোনও পক্ষই।
বাঁদিকে প্রিয়া। ডানদিকে করিশ্মার সঙ্গে সঞ্জয়।