মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম ওভারেই সৌম্যর বিদায়

Bangladesh’s Soumya Sarkar plays a shot during the Asia Cup Twenty20 international cricket match against Pakistan in Dhaka, Bangladesh, Wednesday, March 2, 2016. (AP Photo/A.M. Ahad)

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথধম ওভারেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। হারিয়েছে সৌম্য সরকারকে (০)। দৌলত জারদানের পঞ্চম বলেই পুল করে ক্যাচ দিয়ে ফিরেছেন সৌম্য। বাঁ হাতি ব্যাটসম্যান তিন বল খেললেও রান করতে পারেননি। ২০১৫ এর জুলাইয়ে শেষ ওয়ানডে খেলেছেন সৌম্য। দলীয় ১ রানেই উইকেট পড়েছে স্বাগতিকদের। টাইগাররা টস জিতে ব্যাট করতে নেমেছে। তামিম ইকবালের সাথে যোগ দিয়েছেন ইমরুল কায়েস। শেষ খবর, ১ ওভারে ১ উইকেটে ১ রান বাংলাদেশের।

আফগানিস্তান বাংলাদেশে এসে একটি প্রস্তুতি ম্যাচ খেলে সিরিজে নেমেছে। ওই ম্যাচে তারা ৬৬ রানে বিসিবি একাদশকে হারিয়েছিল।

দশ মাস পর আবার ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। গত বছর টানা চারটি হোম সিরিজে জিতেছিল টাইগাররা। শেষটি ছিল নভেম্বরে, জিম্বাবুয়ের বিপক্ষে। এতদিন পর ওয়ানডেতে ফিরে টাইগাররা নিজেদের ছন্দ কিভাবে খুঁজে নেয় সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ।

আফগানিস্তান একাদশ : মোহাম্মদ শাহজাদ, শাবির নুর, রহমত শাহ, আসগার স্তানিকজাই (অধিনায়ক), হাশমাতুল্লা শাহিদি, নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মিরওয়াইস আশরাফ, দৌলত জাদরান, নাভিদ-উল-হক।