মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চুলের রুক্ষতা দূর করবে প্রাকৃতিক কন্ডিশনার!

news-image

 

 

লাইফস্টাইল ডেস্ক :চুল শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়েছে? ঘরেই তৈরি করে নিন প্রাকৃতিক কন্ডিশনার। এটি ব্যবহারে চুলে ফিরে আসবে পুরনো ঔজ্জ্বল্য। এছাড়া চুলের গোড়া শক্ত করার পাশাপাশি এ কন্ডিশনার দূর করবে চুলের রুক্ষতা। জেনে নিন কীভাবে তৈরি করবেন কন্ডিশনার-

 

* যা যা লাগবে
> ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার
> ২-৩ টেবিল চামচ মেয়োনেজ
> ২ টেবিল চামচ মধু
> অর্ধেকটা পাকা অ্যাভোকাডো

 

* যেভাবে তৈরি করবেন কন্ডিশনার
মাইক্রোওয়েভ ওভেনে আপেল সিডার ভিনেগার গরম করুন। মেয়োনেজ ও মধুর সঙ্গে ভিনেগার মেশান। অ্যাভোকাডো চটকে মিশ্রণে দিয়ে পেস্ট তৈরি করুন।
* যেভাবে ব্যবহার করবেন
পরিষ্কার ও শুকনা চুলে ব্যবহার করতে হবে এ হেয়ার প্যাকটি। মাথার তালু থেকে চুলের আগা পর্যন্ত লাগান কন্ডিশনার। মাথার তালুতে ঘষে ঘষে লাগাবেন। ২০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে একদিন ব্যবহার করুন এই কন্ডিশনার। চুল হবে ঝলমলে ও সুন্দর।