মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরাইলে সংঘর্ষে যুবক নিহত, আটক ২৫

20160514_141130ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচনী বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মোবাশ্বের আলী (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার  রাত ৮টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ২৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের নির্বাচনে ৩নং ওয়ার্ডের সদস্য  (মেম্বার) প্রার্থী জয়নাল মিয়া বিজয়ী হওয়ার পর তার সমর্থকরা বিজয় মিছিল বের করলে পরাজিত সদস্য (মেম্বার) প্রার্থী কামাল উদ্দিনের সমর্থকরা তাতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়। এরই জের ধরে আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জয়নাল মিয়ার সমর্থক মোবাশ্বের আলী মারা যান। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ২৫ জনকে আটক করেছে।

 

20160514_141403