মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আসামের ভাষা শহীদ দিবস ঐতিহাসিক ১৯ মে পালিত

B Baria Map Mainআমিরজাদা চৌধুরী ॥ ১৯৬১ সালের ১৯মে ভারতের আসামের শিলচরে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় প্রাণদানকারী কমলা ভট্টাচার্য সহ ১১ শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আসামের ভাষা শহীদ দিবস দিবস ১৯ মে পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের রেলস্টেশন চত্বর থেকে প্রভাত ফেরী,কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা,আবৃত্তি ও পুষ্পস্তবক অর্পণ কর্মসূচীর আয়োজন করে শিশু সংগঠন আলোর মেলা ও পথ তারাদের স্কুল নামে দুটি প্রতিষ্ঠান।আলোর মেলার সভাপতি আফনান আলম সাকিবের সভাপতিত্বে ও পথ তারাদের স্কুলের সমন্বয়ক শ্রাবস্তী নাসরিন সজ্জার সঞ্চালনায় এসকল কর্মসূচীর উদ্ধোধন করেন তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক,বিশিষ্ট সাংবাদিক প্রভাষক মো.মনির হোসেন। বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কলেজ শিক্ষক প্রভাষক শাহাদাত হোসেন, স্কুল শিক্ষক রাজন বর্ধন, আবৃত্তিশিল্পি সাবরিনা নাসরিন সাথী, সৌরভী নাসরিন শাওন, শিক্ষাকর্মী মেহেদী হাসান শাওন, তানজিরুল ইসলাম অন্ত, আফসানা আলম, রাইয়ান ফাহিম, তানজিনা ইসলাম, তুহিন আহমেদ, তৌহিদা তন্বী, সাজ্জাদ হোসেন, রুবেল আহমেদ। এদিকে ঐতিহাসিক ১৯ মে উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকালে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে সংগঠনের সম্পাদক বাছির দুলালের পরিচালনায় ও সংস্কৃতিকর্মী স্বপন কুমার দেবনাথের সভাপতিত্বে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান উদ্ধোধন করেন বিশিষ্ট বাচিকশিল্পি রোকেয়া দস্তগীর।