মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কসবায় মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ

Kasba Brahmanbria piকসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা :  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অপহরণের পর শিশু ছাত্রী খাদিজা মণি মিতু (৭) হত্যার প্রতিবাদে ও খুনী মাসুকের ফাঁসির দাবীতে সোমবার সকাল ১০টায় উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন করে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে মিতুর খুনীর ফাঁসির দাবীতে বিশাল বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে পৌর এলাকার ৬টি কিন্ডার গার্টেনের সহ¯্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। মিছিল শেষে কসবা স্বাধীনতা চত্ত্বরে উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন সভাপতি জানে আলমের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী নারায়ণ চন্দ্র দাস, মো. শফিকুর রহমান রঙ্গু, সাংবাদিক খ.ম. হারুনুর রশীদ ঢালী, মোঃ জয়নাল আবেদীন, মো. নজরুল ইসলাম ও মো. সালাউদ্দিন প্রমুখ। বক্তারা খাদিজা মণি মিতু হত্যা মামলাটি অবিলম্বে দ্রুত বিচার আইনে খুনী মাসুকের ফাঁসি কার্যকরের দাবী জানান।
উল্লেখ্য গত ৫ মার্চ সকাল সাড়ে ৭টায় কসবা পৌর এলাকার শীতলপাড়ার প্রবাসী আল আমিন মিয়ার মেয়ে ও ইমাম প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী খাদিজা মণি মিতু (৭) মক্তবে যাওয়ার পথে অপহৃত হয়। অপহরণের পর তাকে গলা কেটে হত্যা করে জ্ঞাতী চাচা মাসুক মিয়া (২২)। খুনী মাসুকের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ৭ মার্চ বিকেলে ইমাম পাড়ার বাবরু মিয়ার নির্মানাধীন ৫ তলা ভবন থেকে খাদিজা মণি মিতুর লাশ উদ্ধার করে।