শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তান্ডবের পর শান্ত ব্রাহ্মণাবড়িয়া শহর

Picব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় গতকাল মঙ্গলবার দিনভর শহরে চলা তা-বের পর এখন শান্ত ব্রাহ্মণবাড়িয়া শহর। আজ বুধবার সকাল থেকেই শহরে সব ধরণের যান বাহন চলাচল করছে। দোকান-পাট, বিপণী বিতার ও ব্যাংক-বীমার অফিসগুলো যথাসময়েই খুলেছে। তবে মঙ্গলবারের সহিংসতার ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মফিজুল ইসলাম বলেন, এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ নিয়ে আসলে তাহলে মামলা গ্রহণ করা হচ্ছে।
এর আগে মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ব্রাহ্মণাবড়িয়া রেলওয়ে স্টেশন, জেলা আওয়ামী লীগের কার্যালয়, জেলা সদর হাসপাতাল, সুর স¤্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণ, কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভ প্রদর্শন করেন নিহত ছাত্রের বিক্ষুব্ধ সহপাঠীরা।
এছাড়া সহপাঠীর মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সদর মডেল থানার দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় কওমি ইসলামী ছাত্র ঐক্য পরিষদ। তবে রাতে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় প্রশাসনের সাথে বৈক শেষে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সাইখুল হাদিস মাওলানা সাজিদুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়া
১৩.০১.২০১৬

এ জাতীয় আরও খবর