বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্র ও ব্যবসায়ী-ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ পুলিশসহ আহত ৫০

download (12)আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া॥ ব্রাহ্মণবাড়িয়া শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্র, ব্যবসায়ি ও ছাত্রলীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে পুলিশের এএসপিসহ ৫০ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটা থেকে রাত ১১ টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের জেলা পরিষদ মার্কেট এলাকায় এক ইজিবাইক চালকের সঙ্গে শহরের কান্দিপাড়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার এক ছাত্রের বাকবিতন্ডা হয়। বিষয়টি জেলা পরিষদ মার্কেটের বিজয় টেলিকমের মালিক রনি আহমেদ বিষয়টি সমাধান করতে এগিয়ে আসেন। এসময় মাদ্রাসা ছাত্রের সঙ্গে ব্যবসায়ি রনি বাদানুবাদ হয়। এঘটনায় কান্দিপাড়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্ররা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা পরিষদ মার্কেটে গিয়ে হামলা চালিয়ে বিজয় টেলিকমসহ একাধিক দোকানে ভাঙচুর করে। এরপর ব্যবসায়ীরা মাদ্রাসা ছাত্রদের ধাওয়া করলে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে ব্যবসায়ীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দেয়। পরে জেলা পরিষদ মার্কেটের ব্যবাসিয়রা ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল নিয়ে কান্দিপাড়া মাদ্রাসায় আক্রমন চালায়। মুহুর্তের মধ্যেই শহরের টিএরোড এলাকার সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছেন। শহরের কান্দিপাড়া এলাকায় অবস্থিত জেলার বড় মাদ্রাসার সামনে মাদ্রাসার ছাত্র ও এলাকাবাসী টায়ারে আগুন জ্বালিয়ে অবস্থান নেয়। অন্যদিকে টিএরোডের ঘোড়াপট্টির মোড়ে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। পরে পুলিশ, ছাত্রলীগ ও মাদ্রাসার ছাত্রদের সঙ্গে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দু-পক্ষের মধ্যে কয়েক ঘন্টা দফায় দফায় সংঘর্ষ চলে। এসময় মাদ্রাসার সামনে শতাধিক ককটেলের বিস্ফোরন ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। সংঘর্ষে মাদ্রাসা সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, পুলিশের পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন, কনস্টেবল মো. সামদানি, মিজানুর রহমান, রাজিব মিয়া সহ অন্তত ২০ পুলিশ,অন্যদিকে মাদ্রাসা ছাত্র ও ব্যবসায়িসহ অন্তত ৩০ জন আহত হন। রাত প্রায় ১১ টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানিয়েছেন- সংঘর্ষে ২০ জনেরও বেশী পুলিশ সদস্য আহত হয়েছে। কনস্টেবল রাজিব চন্দ্র দাশ কে ঢাকায় পাঠানো হয়েছে। সংঘর্ষে সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, পুলিশের পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন, কনস্টেবল মো. সামদানি, মিজানুর রহমান, রাজিব মিয়াও আহত হন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, সংঘর্ষে অন্তত ১০জন পুলিশ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থতি নিয়ন্ত্রনের চেষ্টা চলছে। গুরুতর আহত কনস্টেবল রাজিবকে ঢাকায় পাঠানো হয়েছে। রাত ১১ টার দিকে ৪ ঘন্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

আমিরজাদা চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া
১১-০১-২০১৬

এ জাতীয় আরও খবর

৫ দিন ধরে ইন্টারনেটে ধীরগতি, স্বাভাবিক হতে লাগবে ১ মাস

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ ফলনের ‘জারা লেবু’,  ওজন এক কেজি 

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ