মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির রাজনৈতিক দূরদর্শিতা নেই : ফরহাদ মজহার

130961_1নিউজ ডেস্ক : বিশিষ্ট কবি, সমাজ ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, রাজনৈতিক রূপান্তরের মুহূর্তকে ব্যবহার করার যে রাজনৈতিক দূরদর্শিতা প্রয়োজন, কিন্তু এখন তা বিএনপির নেই। তিনি শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমার দেশ পরিবার আয়োজিত ‘আমার দেশ বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দিত্বের ১০০০ দিন’ শীর্ষক এক প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন।ফরহাদ মজহার বলেন, ‘দেশ ও জাতির সামনে কখনো কখনো রাজনৈতিক রূপান্তরের ঐতিহাসিক মুহূর্ত হাজির হয়। সেই মুহূর্ত ব্যবহার করতে রাজনৈতিক দূরদর্শিতার প্রয়োজন হয়। কিন্তু বিএনপির সেই দূরদর্শিতা নেই।’ তিনি বলেন, ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন মত-আদর্শ থাকতে পারে কিন্তু, সবাই একটি বিষয়ে একমত হতেই হবে- তা হচ্ছে, দেশে যে ফ্যাসিবাদী শাসন চলছে, যে কোনো মূল্যে তা হঠানো।’ তিনি আরো বলেন, ‘সেজন্য ৫ জানুয়ারি ওই রকম একটি ঐতিহাসিক মুহূর্ত হাজির হলেও দলটি তা ব্যবহার করতে ব্যর্থ হয়। তাই সব দোষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপালে চলবে না।’ এ সময় ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার সিদ্ধান্ত সঠিক ছিল বলেও দাবি করেন ফরহাদ মজহার। তিনি বলেন, ‘বর্তমানে দেশে ফ্যাসিস্ট সরকার ও রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান। জনগণ কিন্তু এর বিরুদ্ধে। তারা গণতান্ত্রিক সরকার ও রাষ্ট্রব্যবস্থার পক্ষে। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’ উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. ইমাজ উদ্দীন আহমেদ, জাফরুল্লাহ খান, বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এমএ আজিজ প্রমুখ।