শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ২৩ হাজার শিক্ষার্থী তিন বিষয়ের বই পায়নি

images (2)ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রায় ২৩ হাজার শিক্ষার্থী তিন বিষয়ের বই পায়নি। উপজেলা পর্যায়ে ওই তিন বিষয়ের নতুন বই না আসায় কর্তৃপক্ষ তা বিতরণ করতে পারেনি।
বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলায় ১৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৮টি কিন্ডারগার্টেন রয়েছে। এসব বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৬২ হাজার ২৪৫ জন শিক্ষার্থী রয়েছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২৩ হাজার ২৩০ জন শিক্ষার্থী রয়েছে। বাঞ্ছারামপুরে ২ লাখ ৮৮ হাজার ৬৬০টি বইয়ের চাহিদার বিপরীতে গত ১২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ২ লাখ ২০ হাজার ২০০টি বই পাঠানো হয়। এর মধ্যে পঞ্চম শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি বিষয়সহ অন্য সব শ্রেণির বই পৌঁছালেও পঞ্চম ও চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচিতি, প্রাথমিক বিজ্ঞান ও ধর্ম (ইসলাম ও হিন্দু) বিষয়ের কোনো বই পৌঁছায়নি।
দশদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুদ্দিন বলেন, ‘আমরা চতুর্থ ও পঞ্চম শ্রেণির তিন বিষয়ের বই পেয়েছি বাংলাদেশ ও বিশ্বপরিচিতি, প্রাথমিক বিজ্ঞান ও ধর্ম বই কবে আসবে, তা উপজেলা শিক্ষা কার্যালয় থেকে জানানো হয়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন বলেন, ‘পঞ্চম ও চতুর্থ শ্রেণির তিনটি বিষয়ের বই এখনো পৌঁছায়নি। আমরা সময়মতো সব বইয়ের চাহিদা জেলায় পাঠিয়েছিলাম। কিন্তু সেখান থেকে বই সরবরাহ না করা হয়নি।

এ জাতীয় আরও খবর

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবল ঢাকা, সড়কে তীব্র যানজট-ভোগান্তি

ঢাকায় অতিবৃষ্টি, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ম্যাচ পরিত্যক্ত

১২ ট্রাক ইলিশ গেল ভারতে

রিটার্ন দিলে ২২ খাতের আয়ে দিতে হবে না কর

রংপুর ডিআইজি কার্যালয়ে যোগ দিলেন এডিসি হারুন

নতুন মডেলে বাংলাদেশের অর্থনৈতিক সংকট নিরসন চায় আইএমএফ

ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই, দুই পুলিশসহ গ্রেফতার ৫

রাজ যেসব অন্যায় করেছেন তাতে জেল হওয়ার কথা : পরীমণি

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যালোচনা দল আসছে অক্টোবরে

নির্বাচনের তারিখ ঘোষণা করলো পাকিস্তান

জলবায়ু সংকট এড়াতে প্রধান অর্থনীতির দেশগুলোকে সৎ থাকতে হবে : প্রধানমন্ত্রী