শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অল্পের জন্য দুর্বৃত্তরার থেকে প্রাণে রক্ষা পেলেন সাবেক ছাত্রলীগ নেতা খোকা

5231_10205636113401637_1509959710101363311_nব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জালাল হোসেন ভূঁইয়া খোকাকে লক্ষ্য করে ফের গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এক আইনজীবীর বাসায় ঢুকে পড়ায় প্রাণে রক্ষা পান তিনি।বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটার দিকে শহরের দাতিয়ারায় এ ঘটনা ঘটে।
এর আগে গত ২০১৪ সালের ১৯ মে দাতিয়ারার পার্শ্ববর্তী পুনিয়াউট এলাকায় দুই যুবক মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান। গুলিটি খোকার গলার ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বের হয়। এতে তার শ্বাসনালী ছিদ্র হয়ে যায়। পরে তার গলায় কৃত্রিম শ্বাসনালী স্থাপন করা হয়। সংকটাপন্ন অবস্থায় মাস তিনেক ঢাকার হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হন তিনি।
শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা খোকা জানান, ঠিকাদারি ব্যবসার কাজে তিনি দাতিয়ারা মহল্লার অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জুর বাসার কাছে যান। সেখানে নাসিরনগরের চৈয়ারকুড়ি থেকে আসা এক ট্রাক ইট আনলোডের কাজ দেখাশোনা শেষে কলেজ পাড়ার বাসার উদ্দেশে রওনা হন তিনি। পথে মোটরসাইকেল থেকে এক যুবক প্রথমে তাকে লক্ষ্য করে একটি গুলি করে।
পরে যুবকটি মোটরসাইকেল থেকে নেমে তাকে লক্ষ্য করে আরো একটি গুলি করলে তিনি দৌঁড় দেন। দৌঁড়ে অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জুর বাসায় ঢোকেন। এ সময় দুর্বৃত্তরা তৃতীয় গুলি করে। তবে তিনটি গুলিই লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি।
এ ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শহর উপ পরিদর্শক (টিএসআই) নাজমুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

বাংলানিউজ২৪.কম

এ জাতীয় আরও খবর

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের