১০ ঘণ্টা পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু
যান্ত্রিক ত্রুটির কারণে টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে ত্রুটি মেরামত শেষে উৎপাদন শুরু হয়।আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার সকাল ৬টা থেকে কারখানার এসএনসি ব্রয়লারে ত্রুটি দেখা দেয়ায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। গত এক মাসে কারখানার বিভিন্ন ত্রুটির কারণে চারবার উৎপাদন বন্ধ হয়েছে।