মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুসলমানরা হয়রানির শিকার হয় আ.লীগ ক্ষমতায় থাকলে: ফয়জুল করীম

news-image

পটুয়াখালী : ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন,‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে, তখনই মুসলমানরা হয়রানির শিকার হয়।’ 

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পটুয়াখালী জেলা শহরের আলাউদ্দিন শিশু পার্ক মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে ফয়জুল করীম বলেন, ‘আপনি বলেন, আমি নামাজ পড়ি, তাহাজ্জুত পড়ি, রোজা রাখি ও কোরআন তেলাওয়াত করি। কিন্তু আপনি ক্ষমতায় এলে মুসলমানদের চেহারা বেজার থাকে কেন?’
 
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির আরো বলেন, ‘পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করে আমরা অধিকার আদায় করেছি, কিন্তু আপনি আমাদের অধিকার হরণ করছেন। মুসলমানদের কণ্ঠ রোধ করে, তাদের স্বাধীনতা ভোগ করতে না দিলে, প্রশাসন দিয়ে জনগণের বুকে গুলি ছুড়লে, কোনো শক্তি আপনাকে ক্ষমতায় রাখতে পারবে না।’

 

দুই রাজনৈতিক দলের সমালোচনা করে ফয়জুল করীম আরো বলেন, ‘বিএনপি আমেরিকার দিকে আর আওয়ামী লীগ ভারতের দিকে সবসময় তাকিয়ে থাকে। বৃষ্টি পড়বে দিল্লিতে আর ছাতা তুলবেন ঢাকায়, তা মেনে নেয়া যায় না।’ এদেশ ইসলামী আইন ও মদিনার আদর্শে পরিচালিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান প্রমুখ।

এর আগে জনসভা মঞ্চ থেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালীর যে ৬৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সেসব ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।