শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনুভূতিহীন পরীমনি , শরীরের ভাঁজে ভাঁজে লুকিয়ে রেখেছেন বয়স পামেলা অ্যান্ডারসন

news-image

আজ সকালে ‘রানা প্লাজা’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই রায়ে চলচ্চিত্রটি প্রদর্শনে বাধা কেটে যায়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। এরপরেই বেশ খোশমেজাজেই ছিলেন পরীমনি ও চলচ্চিত্র কুশীলবরা। কিন্তু সেই আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী হয় নি।porimoni3

একই দিন বিকেলে রাষ্ট্রপতির আদেশে বন্ধ হলো রানা প্লাজা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে রানা প্লাজা চলচ্চিত্র বাধা কাটিয়ে উঠলেও রাষ্ট্রপতির আদেশে এবার তা আটকে গেল।আজ বৃহস্পতিবার বিকেলে পরী মণি ও সায়মন অভিনীত চলচ্চিত্রটির প্রদর্শনী সাময়িকভাবে স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এই আদেশেই যেন পরীমনির বুকে একরাশ হতাশা ভর করেছে। ফেসবুকে পরীমনি লিখেছেন,  'ক্ষতস্থানে বারবার আঘাত করলে সেখানে অনুভূতিহীন হয়ে যায়।' রাষ্ট্রপতি আদেশে বলা হয়, ‘সিভিল রিভিউ পিটিশন নং ১৯১/২০১৫ শুনানিকালে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পর্যবেক্ষণের আলোকে ফিল্ম সেন্সর আপিল কমিটি কর্তৃক রানা প্লাজা নামক চলচ্চিত্রের আপিল সংক্রান্ত সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত সেন্সর সার্টিফিকেট সাময়িকভাবে স্থগিত করা হলো এবং রানা প্লাজা নামক চলচ্চিত্র সমগ্র বাংলাদেশে সাময়িকভাবে স্থগিত করা হলো।’ এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 


শরীরের ভাঁজে ভাঁজে লুকিয়ে রেখেছেন বয়স 

বয়স একটু বেড়েছে l কিন্তু, তাতে কী ? কিন্তু, সময় যেন থমকে রয়েছে তাঁর শরীরের প্রতিটি ভাজে l কি বলব তাঁকে, সুন্দরী, লাস্যময়ী না আকর্ষনীয়? আর তাই তো ৪৮-এ পৌঁছেও তিনি সমান মহমোহী l যাঁকে দেখলে এখনও ভেঙে পড়ে তরুণ হৃদয় l তিনি পামেলা অ্যান্ডারসন l

কথায় বলে, সুন্দরীদের বয়স বলতে নেই l বয়স কোনও দিন লুকোতে পারে না তাঁদের সৌন্দর্য l কিন্তু, পামেলা কিন্তু ওসব মানেন না l সটান জানিয়ে দিয়েছেন, এখন তাঁর বয়স ৪৮ l যে বয়সে গাটের ব্যথা, পায়ের ব্যথায় ধরাশায়ী বেশিরভাগ বাড়ির মহিলারা lpamala anderson2

এমনকি, ৪০ পেরোতেই অনেক অভিনেত্রীও যেন একটু বুড়িয়ে যান l সেখানে দাঁড়িয়ে পামেলা কিন্তু ভিন রাস্তার পথিক l একটি ম্যাগাজিনের ফটোশ্যুটে পামেলা বেশ জোর গলায় জানিয়ে দিয়েছেন, ”বয়স বেড়েছে তাতে হয়েছেটা কী ? আপনার কাছে যা আছে, সেটা প্রকাশ করুন l” 

এ জাতীয় আরও খবর