সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এর পেছনে অনেক খরচ করেছি, তাই দেখাবো: রাখি

news-image

 রাখি সাওয়ন্ত। মোটামুটি সবাই তার নাম জানেন। নাম শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে তাও সবাই জানেন। রাখিকে আপনি ভালোবাসতেও পারেন, অথবা ঘৃণাও করতে পারেন। তবে বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ন্তকে উপেক্ষা করা কোনওমতেই সম্ভব নয়। ঠিক কোনও না কোনওভাবে খবরে চলে আসবেনই এই মহিলা। এবারও যেমন এলেন; অবশ্যই তা তার উন্নত বক্ষের সৌজন্যেই। কয়েকদিন আগে টুইটারে করা কিছু প্রশ্নের জবাব দিতে দেখা যাচ্ছে রাখিকে নিয়ে প্রকাশিত একটি ভিডিওচিত্রে। ছয়মিনিটের ওই ভিডিওতে তাকে নানা বিষয়ে প্রশ্ন করা হয়। সেখানে যেমন বলিউডে খোলামেলা হওয়ার তার প্রতিদ্বন্দ্বী সানি লিওনকে একহাত নিয়েছেন তিনি; তেমনই নিজের সুডৌল ও উন্নত বক্ষের বিভাজিকা প্রদর্শণ নিয়েও ব্যাঙ্গাত্মক প্রশ্নের মুখে পড়তে হয়। এই প্রশ্নের জবাবে অবশ্য রাখি প্রশ্নকর্তাকেই বাক্য আক্রমণ করে বসেন। রাখির কাছে প্রশ্ন ছিল, “আচ্ছা রাখি সাওয়ন্ত মানেই কি অবারিত বক্ষ বিভাজিকার প্রকট প্রদর্শন?” এই প্রশ্নে সরাসরি রাখির জবাব, ‘কেন তা হবে কেন? আমার বক্ষ বিভাজিকা (ক্লিভেজ) দেখার মতো নিশ্চয়ই! কারণ এই বুক ও ক্লিভেজের জন্য জন্য আমি প্রচুর টাকা খরচ করেছি। তাই দেখাবই তো!’ মিকা সিং থেকে শুরু করে সানি লিওনকে নিয়ে অপর কয়েকটি প্রশ্নকে তিনি সরাসরি মাঠের বাইরে পাঠিয়েছেন রাখি। তিনি বলেছেন, সানি তো সবকিছু দেখিয়েই বলিউডে উড়ে এসে জুড়ে বসেছে। কিন্তু আমি কি সামান্য ক্লিভেজের বাইরে আর কিছু দেখিয়েছি, না কেউ দেখেছে। সানির কি দেখা বাকি আছে? ওর হিসেবে আমার তো কিছুই দেখানো হয়নি। প্রসঙ্গত, রাখি সাওয়ান্ত হিন্দি সিনেমায় অপরিহার্য আইটেম গার্ল হলেও হালে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠে এসেছেন পর্নো তারকা থেকে বলিউড অভিনেত্রী বনে যাওয়া সানি লিওন। যা নিয়েও আক্ষেপের শেষ নেই রাখির। সানিকে ভারত ছাড়াও করতে চেয়েছিলেন তিনি। বলে রাখা ভালো, রাখি সাওয়ান্ত শৈল্য চিকিৎসার মাধ্যমে তার বুকের মাপকে বড় করেছেন। যাকে বলে সিলিকন ব্রেস্ট ট্রান্সপ্ল্যান্টেড বুবস।
 

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?