বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আবারও র্নিযাতনের শিকার বাংলাদেশি মেয়ে (ভিডিও)

https://youtu.be/dgrtbNH1N6o

আরব দেশে কাজের মেয়ে নির্যাতনের শিকার হচ্ছে এমন অনেক ভিডিও ফুটেজ পাওয়া যায়, আজকে নতুন আরেকটি নির্যাতনের ভিডিও ফুটেজ আপলোড করা হলো । আমাদের দেশের মানুষ মনে করে বিদেশ হল শান্তির দেশ । যারা বিদেশে কাজ করে তারাই বুঝে কতটা শান্তি বিদেশে । কত টা কষ্ট করে টাকা রুজি করতে হয় ,কত টা অপমান সয্য  
করে দেশের আপন মানুষের জন্য টাকা রুজি করতে হয়। এত সব কষ্টের মাঝে যদি আবার শারিরীক র্নিযাতনের শিকার হয়তে হয় তাহলে সেটা কতটা কষ্টের তা কী আমরা বুঝবার চেষ্টা করি। আপনার আমার কোন বোন ,খালা,আনটি ভাবী বিদেশে এমন কোন সমস্যায় আছে নাকি ,তা কী আমরা যাচাই করি , বিদেশে থাকে মেয়েরা অনেক কষ্টের শিকার হলেও আমাদের কে জানাতে চাই না কারন আমরা কষ্ট পাব বলে।

আমাদের কষ্টের কথা চিনÍা করে সব কষ্ট তারা নিজেরাই সহয্য করে আমাদের কে বুঝতে দেই না , কিন্তু আমাদের উচিত যাচাই করা । সৌদি আরব থেকে ২০ হাজার মেয়ে দেরকে রমজানের আগে সৌদি নেয়া হবে । তাই আমরা যাদের মাধ্যমেই যায় না কেন , তাদের কাছ থেকে ভাল করে বুঝেনেব কি কাজ , মালিক কেমন , কয়টা থেকে কয়টা র্পযন্ত কত টাকা বেতন , বাসাই কে কে আছে ,কোন সমস্যা আছে কি না । যদি কোন সমস্যা হয় তাহলে তার দায় বার কে নিবে , কোন সমস্যা হলে তাদের কে খুব তারাতারি জায়গা পরির্বতন করে দিতে হবে।সব সময় তাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি সব যাচাই করে আমাদের আপন জনদের কে বিদেশে পাঠাই তাহলে মনে হয় অপমান আর র্নিযাতনের হাত থেকে কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে। তাই আসুন সবাই মিলে জানি এবং এই নিউজ টা সবাই নিজ দায়িত্বে একটি করে শেয়ার দিয়ে সবাই কে যাচাই করার সুবিধা করে দেয়। প্লিজ সবাই আপন মনে
একটি করে শেয়ার দেয়।  

এ জাতীয় আরও খবর

‘কনভিকশন ওয়ারেন্ট’ যাবে ইন্টারপোলে

কারাগারে ডিভিশন-১ এর সুবিধা পাবেন না রাজসাক্ষী মামুন

রাতভর ডিবি হেফাজতে কী ঘটেছিল, জানালেন সাংবাদিক সোহেল

‘ম্যাচটি যদি আপনার সঙ্গে খেলতে পারতাম’

সৌদি যুবরাজের কোনো দোষ নেই

ট্রাম্পের নৈশভোজে ইলন মাস্ক ও রোনালদো

নির্বাচন শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন

‘এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে’

সুষ্ঠু নির্বাচন আয়োজনে দলগুলোও জাতির কাছে ওয়াদাবদ্ধ: সিইসি

সাংবাদিক মিজানুর ইস্যুতে আমার কোনো সংশ্লিষ্টতা নেই: ফয়েজ আহমদ তৈয়্যব

বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসির চূড়ান্ত নিবন্ধন পেল এনসিপি