শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হিন্দু খ্রিস্টানরা যে কারণে মক্কা মদিনায় প্রবেশ করতে পারে না

news-image

ডা. জাকির নায়েকের প্রশ্ন উত্তর অনুষ্ঠান চলছে। এক হিন্দু মেয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা ডা. জাকির! আপনি বলে বেড়ান, হিন্দু-মুসলিম-খ্রিস্টান সকলেই ভাই ভাই। সবাই যদি ভাই ভাই হয়ে থাকি তাহলে আমরা মক্কা-মদিনায় প্রবেশ করতে পারি না কেন?

প্রশ্নটির প্রশংসা করে ডা. জাকির নায়েক বললেন, আপনার বাসা কোথায়?

: ইন্ডিয়ায়।

: জন্মস্থান কোথায়?

: ইন্ডিয়ায়।

: বোন আপনি কি জানেন, ইন্ডিয়ায় বসবাস করেও বা ইন্ডিয়ায় জন্ম নিয়েও, আপনি ইন্ডিয়ার এমন কিছু জায়গা আছে যেখানে প্রবেশ করতে পারবেন না?

মেয়েটি উত্তর দিল, না এমন কোনো জায়গা থাকতে পারে না। আমি ইন্ডিয়ার সব জায়গায় প্রবেশ করতে পারি।

ডা. জাকির নায়েক বললেন, আপনি সব জায়গায় প্রবেশ করতে পারলেও একটা জায়গায় প্রবেশ করতে পারবেন না, সেটা হল ক্যান্টনমেন্ট। এখানে তাদেরই প্রবেশ করতে দেওয়া হয়, যারা দেশের যেকোনো কল্যাণের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে। বোন ইসলামের একটা ক্যান্টনমেন্ট আছে, সেটা হল মক্কা ও মদিনা শরিফ। এখানে তারাই প্রবেশ করতে পারে, যারা আল্লাহর জন্য জান মাল দিতে পারে। আপনি ‘লা ইলাহা ইলাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ এই ক্লাবের পাসপোর্টধারী হলেই নির্দ্বিধায় মক্কা ও মদিনা শরিফে প্রবেশ করতে পারবেন।

ডা. জাকির নায়েকের অভিনব আর চমৎকার উত্তর শুনে অনুষ্ঠানে উপস্থিত সবাই হতবাক। আর প্রশ্নকারী হিন্দু মেয়েটি মাথা নিচু করে নিজ আসনে বসে গেলেন।

সূত্র : পিসটিভি

এ জাতীয় আরও খবর