বিজয় নগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
আনজব আলী মোল্লা : শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় বিজয় নগর দাউদপুর উচ্ছ বিদ্দ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ভোর প্রবাতে ৭ টা ১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামীলীগ,উপজেলা পরিশদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, যুবলীগ, ছাএ লীগ, সেচ্চাসেবক লীগ, মহিলা লীগ, বি এনপি জাতীয় র্পাটি ,ওয়ার্কাস র্পাটি , দাউদপুর উচ্ছ বিদ্দ্যালয় সহ সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিজয় নগর প্রেসক্লাব নেতী বৃন্দ ও পেসক্লাবের দাতা সদস্য বিদ্যুত চরন দেব সহ সর্বস্তরের মানুষ।