মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঠিয়ে দেয়া ভুল টেক্সট ম্যাসেজ মুছে ফেলা যাবে

delete_inapprpproate msgআন্তর্জাতিক ডেস্ক :প্রায়ই আমরা সবাই ভুল করে ভুল বানান লিখে ফেলি বন্ধুকে দেয়া টেক্সট ম্যাসেজে। আর একবার সেন্ড করে দিলে তা আর শুধরানোর উপায় থাকেনা। তবে নতুন অ্যাপ এই সমস্যার সমাধান করবে।

'স্ট্রিং' নামে নতুন একটি অ্যাপ দিয়ে পাঠিয়ে দেয়া টেক্সট ম্যাসেজ নিয়ন্ত্রণ করা যাবে। অর্থাৎ ভুল করে পাঠানো টেক্সট বন্ধুর ডিভাইস থেকে স্থায়ীভাবে মুছে ফেলা যাবে। সিয়্যাটল ভিত্তিক টেক ফার্ম বি ল্যাবের এই অ্যাপ ব্যবহারকারীকে তাদের ব্যক্তিগত কথোপকথনের পুরোপুরি নিয়ন্ত্রণ দিবে।

সিএনবিসি'র এক রিপোর্টে বলা হয়, if and when content is deleted, immediately and permanently এই ফিচারের মাধ্যমে ম্যাসেজ মুছে ফেলা বা ঠিক করা যাবে। তবে এই অ্যাপটি কার্যকর করতে প্রাপকের ডিভাইসেও ইন্সটল করতে হবে।

স্ট্রিং অ্যাপটি আইওএস অ্যাপ স্টোরে ডাউনলোডের জন্য পাওয়া যাচ্ছে।