মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গুলি লাগার পরও মরার ভান করেছিলাম

94512_Peshawar-school-jihad-attack-300x173আন্তর্জাতিক ডেস্ক :‘দুই পায়ে গুলি লাগার পরও আমি মরার ভান করে মেঝেতে পড়েছিলাম। কারণ যদি বন্দুকধারীরা বুঝে যায় আমি বেঁচে আছি তাহলে…।’
 
এভাবেই ভয়ঙ্কর সে মুহূর্তগুলোর কথা জানিয়েছে কিশোর সালমান খান।
 
গতকাল মঙ্গলবার পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনীর যে স্কুলে তালেবান হামলা চালিয়েছিল, সেখানকার ছাত্র ছিল সে।
 
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের বেডে শুয়ে এএফপিকে সেই আতঙ্কের মুহূর্তগুলোর কথাই জানাচ্ছিল ১৬ বছর বয়সী সালমান। তার চোখে-মুখে এখনো আতঙ্কের ছাপ। বলছিল সে দিনের ঘটনা।
 
‘চারদিকে গোলাগুলির আওয়াজ শুনে, আমি ভয়ে সহপাঠীদের সাথে শ্রেণিকক্ষের ডেস্কের নিচে বসেছিলাম। এ সময় দেখলাম কালো বুট জুতা পরা কয়েকজন আমাদের কক্ষে ঢুকল। তাদের চেহারা দেখতে পাইনি। এসেই তারা এলোপাতাড়ি গুলি চালাতে থাকল। আমার দুই পায়ে গুলি লাগায় মেঝেতে পড়ে গেলাম। ব্যথায় কুকড়ে যাচ্ছিলাম। কিন্তু মুখ দিয়ে কোনো আর্তনাদ বের হচ্ছিল না। দাঁতে দাঁত পিষে মেঝেতে পড়েছিলাম। কারণ বন্দুকধারীরা ডেস্কের নিচে লুকিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের খুঁজছিল, কেউ বেঁচে আছে কিনা তা দেখছিল।’
 
‘আবছা দেখলাম, লম্বা বুট জুতা পরা একজন আমার সহপাঠীদের নেড়েচেড়ে দেখছিল। আর যদি বুঝতে পারছে কেউ বেঁচে আছে, তাকে আবার গুলি করছে। এক সময় তার বুটের আওয়াজ খুব কাছ থেক শুনতে পাচ্ছিলাম, মৃত্যুর প্রহর গুনছিলাম। এই হয়ত গুলি চলবে আমার ওপর।’
 
‘ভয়ে আমার শরীর কাপছিল। মৃত্যুকে এত কাছ থেকে কখনো অনুভব করিনি। প্রতিটা মুহূর্ত যাচ্ছে, মৃত্যুর কাছাকাছি যাচ্ছি…। ধীরে ধীরে বুটের আওয়াজ আমার কাছ থেকে দূরে যেতে থাকল। কিন্তু আমি মরার মতোই পড়ে রইলাম’ বলছিল সালমান।