লন্ডনে সফররত মোকতাদির চৌধূরী এমপি, প্রফেসর ফাহিমা খাতুন ও মেয়র হেলাল উদ্দিনের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বার্তা কক্ষঃলন্ডরে সফররত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জন প্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যর্নিবাহী কমিটির সদস্য ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফাহিমা খাতুন ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন এর সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩ জুলাই লন্ডনের স্থানীয় রয়েল ভিক্টরি ডক এ অবস্থিত এলিট ডাইনিং কমিনিউটি সেন্টার উক্ত ইফতার মাহফিলের আয়োজন করে লন্ডনস্থ ব্রাহ্মণবাড়িয়া এসোসিয়েশন। এর আগে এসোসিয়েশনের নেতৃবৃন্দ বিমানবন্দরে অতিথিদের ফুলেল শুভাচ্ছোয় লন্ডনে স্বাগত জানান। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনস্ত বাংলাদেশ দুতাবাসের হাইকমিশনার মোঃ মিরজাউল কায়েস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, প্রফেসর ফাহিমা খাতুন, মেয়র মোঃ হেলাল উদ্দিন, সাবেক জজ মোঃ মাহফুজ, ব্যারিষ্টার নজরুল, ব্যারিষ্টার জাহিদ, ব্যারিষ্টার মইন মাহফুজ। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন লন্ডনস্থ ব্রাহ্মণবাড়িয়া এসোসিয়েশনের আহবায়ক এড. মেসবাহ উদ্দিন ইকু। অনুষ্ঠানটি স্পনাসর করেন মোঃ সৈয়দ এহসান। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ মধু, সাধারণ সম্পাদক মোঃ সেলিম খান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহবাজ, সদেকুল আলম, আশরাফুল ইসলাম, সাফায়েত আহমেদ শান্ত প্রমুখ উল্লেখ্য ভিন্ন ভিন্ন কাজে ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য ও পৌর মেয়র লন্ডন সফর করছেন। ব্রাহ্মণবাড়িয়ার প্রধান দুই নেতা কে কাছে পেয়ে লন্ডন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসীরা আনন্দে উদ্ধেলিত।