রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

৮ কোটি টাকার সাইকেল!

cicle(আমাদেরব্রাহ্মণবাড়িয়া.কম)একটি সাইকেলের দাম ৮ কোটি টাকা! এমন কথা শুনে অনেকেরই চোখ কপালে উঠে যাবে! হ্যাঁ, স্বর্ণখচিত মহামূল্যবান এ সাইকেলটি বাজারে এনেছে অরুমেনিয়া নামের একটি প্রতিষ্ঠান। ২৪ ক্যারেট ওজনের সোনায় মোড়া এ সাইকেলটি বাজারে আসার পরপরই পৃথিবীর সবচেয়ে দামি সাইকেল হিসেবে স্বীকৃতি পেয়ে যায়। এর আগে যে সোনায় মোড়া সাইকেল প্রস্তুত হয়নি, এমন নয়। কিন্তু এক মিলিয়ন ডলার পর্যন্ত দাম ওঠেনি কোনো সাইকেলের।
গোটা সাইকেল তো সোনা দিয়ে মোড়াই, এমনকি সাইকেলের ওয়াটার পটটিও সোনা দিয়ে তৈরি। মহামূল্যবান এ ধরনের সাইকেল ১৩টি তৈরি করেছে এর উৎপাদক প্রতিষ্ঠান। সূত্র : এবিনিউজ টোয়েন্টিফোর