রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজয়নগর উপজেলা নির্বাচন একতরফা নির্বাচন, ভোট কারচুপি ও কেন্দ্র দখল

ডেস্ক: চেয়ারম্যান পদপ্রার্থী প্রধান প্রতিদ্বন্দ্বীরা মাঠ ছেড়ে দেওয়ায় শেষ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একতরফা নির্বাচন হয়েছে৷ গতকাল সোমবার ষষ্ঠ দফার উপজেলা পরিষদ নির্বাচনে এখানে ভোট গ্রহণ করা হয়৷ভোট শুরুর সাড়ে চার ঘণ্টা পর বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম সংবাদমাধ্যমের কাছে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন৷ এ সময় তিনি আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী তানবীর ভূঞার বিরুদ্ধে তাঁর পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, কর্মীদের মারধর করা, ভোটকেন্দ্র দখল, ভোট কারচুপি এবং জাল ভোট দেওয়ার অভিযোগ আনেন৷


বিএনপির ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী কাজী রফিকুল ইসলামও প্রায় একই অভিযোগ এনেছেন৷ তবে তিনি নির্বাচন বর্জন না করে শেষ পর্যন্ত মাঠে থাকলেও ভোট কারচুপির অভিযোগ এনে ৩০টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন৷ তিনি বলেন, ‘আমি শেষ পর্যন্ত নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি৷ কিন্তু আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে পুলিশসহ সরকারের বিভিন্ন বাহিনী আতঙ্ক ছড়িয়ে আমার কর্মীদের মাঠ ছেড়ে যেতে বাধ্য করেছে৷’ এদিকে বেলা তিনটায় জাতীয় পার্টি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইমদাদুল হকও নির্বাচন বর্জনের ঘোষণা দেন৷


আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী তানবীর ভূঞা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে৷ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা৷


তবে উপজেলার ৫৮টি ভোটকেন্দ্রের ১৫টিতে সরেজমিনে ভোটার উপস্থিতি দেখা যায়নি৷ সকাল নয়টায় বুধন্তী ইউনিয়নের বুধন্তী আহ্লাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সাত নম্বর বুথে গিয়ে দেখা যায়, সেখানে তখন পর্যন্ত একটি ভোটও পড়েনি৷ কেন্দ্রটির মোট দুই হাজার ৪৬০টি ভোটের মধ্যে তখন পর্যন্ত মাত্র ৫০টি ভোট পড়ে৷


২০০৯ সালের ৩ আগস্ট তিতাস নদের পূর্ব পারের ১০টি ইউনিয়ন নিয়ে বিজয়নগর উপজেলা গঠিত হয়৷ এরপর উপজেলায় এটিই প্রথম নির্বাচন৷ নির্বাচনের এক দিন আগেও ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়৷ অথচ ভোটের দিন দেখা গেল ভিন্ন চিত্র৷


এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি হারুন মুন্সি বলেন, ‘আওয়ামী লীগের পক্ষে আগের রাতে প্রচার করা হয়েছে, ভোট দিয়ে কোনো লাভ নেই৷ ফলাফল নির্ধারিত হয়ে আছে৷ এখানে সরকারি দলের বিজয় অনিবার্য৷’ তিনি দাবি করেন, এমন প্রচারণার কারণে তাঁদের কর্মী-সমর্থকেরা বিভ্রান্ত হয়ে মাঠ ছেড়ে দিয়েছেন৷ ভোট শুরু হওয়ার পর এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখলের মাধ্যমে সরকারি দল একতরফা নির্বাচন করেছে৷


চর ইসলামপুর, বড় পুকুরপাড়, গোয়াখোলা, ফুলবাড়িয়া, সেজামোড়া, কামালমোড়া, সিঙ্গারবিলসহ ১৫টি কেন্দ্রে বহিরাগতরা আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে কেন্দ্র দখল করে ব্যাপক হারে জাল ভোট দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ এর মধ্যে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের একদল কর্মী মোটরসাইকেলে সিঙ্গারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে বিরোধীদের প্রতিরোধের মুখে পড়েন৷


জানতে চাইলে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা বলেন, পাশের উপজেলার নির্বাচন বলে নিছক কৌতূহলবশত তাঁরা দেখতে গিয়েছিলেন৷ এলাকাবাসী তাঁদের ভুল বুঝেছে৷


বেলা ১১টার দিকে পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা েগছে, বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলামের ছয়জন পোলিং এজেন্টের সবাই কেন্দ্র ছেড়ে বের হয়ে এসেছেন৷ ওই এজেন্টদের একজন সোহেল রানা বলেন, এক মহিলা জাল ভোট দিতে এলে তাঁরা বাধা দেন৷ এ নিয়ে আওয়ামী লীগের পোলিং এজেন্টদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়৷ একপর্যায়ে তাঁদের ওপর আক্রমণ করা হয়৷ সেখানে উপস্থিত বিজিবির টহল দলও তাঁদের ওপর চড়াও হয়৷

এ জাতীয় আরও খবর

সব সময় বুক ধড়ফড় করা কঠিন রোগের লক্ষণ নয় তো?

দুই জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ, বাড়তে পারে শীত

বাবুল কাজীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে

চলনবিলের হলুদ ফুলে মুগ্ধ পর্যটক, মৌমাছি-পাখিরা

বাংলাদেশ-ভারত সীমান্তে বাড়ছে উত্তেজনা

রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, ফেয়ার গেম উপহার দিতে চাই: সিইসি

হামাস জিম্মিদের তালিকা না দিলে যুদ্ধবিরতি নয়

সংস্কার ও নির্বাচনে বিরোধ নেই, দুটো একসঙ্গে চলতে পারে: ফখরুল

চেক প্রতারণার মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথমদিনই নির্বাহী আদেশের রেকর্ড ভাঙবেন ট্রাম্প

ফুটবলের সম্পর্ক কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে পারি