বাঞ্ছারামপুরে দরিকান্দি ইউপির ১ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী দরিকান্দি ইউনিয়ন পরিষদের প্রায় ১ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেছেন।ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত বাজেট ঘোষণা সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মো. সাইদ কতুব। এসময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার ইউপিজিপি প্রকল্পের ডিএফ শংকর দেবনাথ, এলজিএসপি প্রকল্পের ডিএফ বরুন বড়–য়া, মো. শাহ আলম মাষ্টার, নজরুল ইসলাম মিহির, জাহিদুল হক দানিস, আব্দুল মোমেন মাষ্টার, খোরশিদা বেগম,রিপোটার্স ইউন্যিনিটির সভাপতি আদিত্য ফয়সল সাংবাদিক আহমেদ সুবীর, সৈয়দ মো. আজিজ প্রমুখ। অনুষ্ঠানে দরিকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০১৪-২০১৫ অর্থ বছরের ৯৭ লাখ ৮৪ হাজার ৫৯৬ টাকা। এই বাজেট ইউনিয়নের অবকাঠামো, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, স্যানিটেশন, সামাজিক উন্নয়ন, বৃক্ষরোপন, নারী উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হবে। এই বাজেট অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক’শ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।