কসবায় নবজাতকের খণ্ডিত লাশ উদ্বার
কসবা উপজেলায় অজ্ঞাতপরিচয় এক নবজাতকের খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার মনকাশাইর এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে কসবা থানা পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে উপজেলার মনকাশাইর গ্রামের একটি ক্ষেতের আইলে এক নবজাতকের খণ্ডিত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শিশুটির লাশ মর্গে পাঠানো হয়েছে।