বিশ্বকাপের আগেই ফিরবেন নেইমার
আমাদের ব্রাহ্মণবাড়িয়া এপ্রিল ২০, ২০১৪
বার্সেলোনার জন্য এটা দুঃসংবাদ তাতে কোনো সন্দেহ নেই। এমন দুঃসময়ে কিনা চোট পেয়ে ছিটকে গেলেন নেইমার! কিন্তু দুশ্চিন্তা বার্সার যতটুকু, তার চেয়ে বেশি এখন ব্রাজিলের। বিশ্বকাপের আগে পুরো ফিট হয়ে ফিরতে পারবেন ব্রাজিল দলের প্রাণভোমরা নেইমার? তাঁকে ঘিরেই যে বিশ্বকাপে ষষ্ঠ শিরোপার স্বপ্নজাল বুনছে সেলেসাওরা! নেইমার নিজেও পেলের পর দেশটির দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নামার স্বপ্ন দেখছেন। ব্রাজিলিয়ান স্ট্রাইকার অবশ্য আশাবাদী, স্বপ্নটা তাঁর সত্যি হবেই। বিশ্বকাপ তো বটেই, অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার শেষ লিগ ম্যাচেই ফিরতে পারবেন।
ইউরোপের ফুটবল লিগগুলো প্রায় শেষের দিকে। দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। এ সময়ে বড় কোনো তারকার চোটের খবর তাঁর ক্লাবের জন্য যতটা না ধাক্কা, তার চেয়ে বেশি জাতীয় দলের জন্য। কোপা ডেল রের ফাইনালে নেইমারের চোট পাওয়া এবং তারপর মাস খানেকের জন্য ছিটকে যাওয়ার খবর তাই কপালে ভাঁজ ফেলে দিয়েছিল ব্রাজিলিয়ানদের। দেশটির গ্লোবো টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে নেইমার অবশ্য আশ্বস্ত করেছেন সবাইকে, ‘আমার মধ্যে সব সময় একটা ভয় কাজ করত, হয়তো চোটের কারণে বিশ্বকাপের বাইরে থাকতে হবে। কিন্তু তিন সপ্তাহের মধ্যেই আমি ফিরব এবং আশা করি বার্সেলোনার শেষ ম্যাচটাতেই খেলব।’ ১৮ মে ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকোর বিপক্ষে লা লিগার শেষ ম্যাচটা খেলবে বার্সেলোনা।
বিশ্বকাপের আগেই যে ফিরবেন এ নিয়ে খুব একটা সংশয় নেই। তবে চোটের কারণে মাঝের এ সময়টা মাঠের বাইরে থাকতে হবে ভেবেই আফসোসে পুড়ছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার, ‘এভাবে অনুশীলন ছাড়া, খেলা ছাড়া মাঠের বাইরে থাকাটা খুবই জঘন্য ব্যাপার। আফসোস হয় যখন দেখি আমার সতীর্থরা অনুশীলন করছে, খেলছে।’ এএফপি।