কসবায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৩
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মৃনাল হোসেন (১৪) নামের এক তরুণ মারা গেছে।
রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মুত্যু হয়।
জানা গেছে, বিনাউটি ইউনিয়নের গাববাড়ি গ্রামে শুক্রবার জুমার নামাজের পর মৃনালদের ঘরের টিনের চালে বসা কবুতরকে লক্ষ্য করে ঢিল ছুড়ে পার্শ্ববর্তী নেমতাবাদ গ্রামের মোর্শেদ মুন্সির ছেলে রেজাউল। এর প্রতিবাদ করায় রেজাউল বাড়িতে গিয়ে তার বাবা মোর্শেদ মুন্সি এবং মাসহ ৮/১০ জনকে নিয়ে দেশিয় অস্ত্রসস্ত্র হাতে হামলা চালায় মৃনালদের বাড়িতে। এ সময় দা দিয়ে কুপিয়ে এবং মারধোর করে আহত করা হয় মৃনাল ও তার বাবা সালাম, মা রাজিয়া এবং খালাতো বোন নাজমাকে। তাদের সবাইকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তির পর অবস্থা গুরুতর হওয়ায় মৃনাল ও তার মা রাজিয়া বেগমকে ঐদিনই ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃনাল মারা যায়।
এদিকে হামলার ঘটনার পরই মৃনালের কাকা আবদুল আলিম বাদি হয়ে ১০ জনকে আসামী করে কসবা থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার কোন আসামিকে এখনো ধরতে পারেনি পুলিশ।
কসবা থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন বলেছেন, মামলা হওয়ার পরই আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
শীর্ষ নিউজ ডটকম