পদক্ষেপ ব্রাহ্মনবাড়িয়া এরিয়ার মাঠ পর্যায়ের কর্মী ও কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
গ্রামীণ জনগনের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ব্রাহ্মনবাড়িয়া এরিয়ার মাঠ পর্যায়ের কর্মী-কর্মকর্তাদের দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ব্রাহ্মনবাড়িয়া জোনের কনফারেন্স রুমে এরিয়া ম্যানেজার মুহাঃ আনোয়ার হোসেন ভূইঁয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় এরিয়ার বিভিন্ন ব্রাঞ্চের ২৯ জন কর্মী ও কর্মকর্তা অংশগ্রহন করেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজার জনাব হাসানুর রহমান ও ডেপুটি ম্যানেজার জনাব আবুল কালাম আজাদ। এ সময় তিনি বলেন ক্ষুদ্র ঋণের পাশাপাশি রেমিটেন্স, সঞ্চয়প্রকল্প, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিখাতকে সমান গুরুত্ব দিয়ে সম্মিলিত উন্নয়ন কৌশল গ্রহন করতে হবে। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়া জোনের জোনাল ম্যানেজার জনাব মোঃ তরিকুল ইসলাম।