সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেসন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ করতে হবে-সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি
বর্তমান বিরজমান অস্থিরতায় দেশে সস্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কল্পে গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল। বিশেষ অতিথি ছিলেন কসবা থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. মিজানুর রহমান চৌধুরী । বক্তব্য রাখেন কসবা টি আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ তফাজ্জল হোসেন,পল্লী বিদ্যুৎ ডিজি এম মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল আহাম্মেদ,গোপীনাথপুর শাহ আলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম খান, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা মহিলা কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া, কায়েমপুর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন,কসবা পৌর কাউন্সিলর জসীম উদ্দিন আহাম্মেদ ,পৌর কাউন্সিলর আবু জাহের, পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন, সাংবাদিক নেপাল চন্দ্র সাহা, কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি খোকন রায়, সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়, উপজেলা হিন্দু-বোদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণপদ সাহা, সাধারণ সম্পাদক রতন চন্দ্র সাহা ও সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার চক্রবর্তী।
সভায় বক্তাগণ বলেন, সতর্কতার বিকল্প নেই, উপজেলার আইন শৃঙ্খলার উন্নয়নে জনপ্রতিনিধিদের ভুমিকা রাখতে হবে এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীগণকে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান। সভায় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ করণসহ উপজেলার সংশ্লিস্ট ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা আহ্বানের সিদ্ধান্ত গৃহীত হয়।