সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-নেদারল্যান্ডস বিনিয়োগ সম্মেলন শুরু ৮ ডিসেম্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ৮ ডিসেম্বর শুরু হচ্ছে দুদিনব্যাপী ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস বিনিয়োগ সম্মেলন’। নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস ডাচ সরকারের সহযোগিতায় ডাচ উদ্যোক্তা, উদ্ভাবক এবং ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সম্ভাবনা চিহ্নিত করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার হেগের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আগামী ৮ ও ৯ ডিসেম্বর এ বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের শীর্ষস্থানীয় চেম্বার, ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, ইনভেস্টমেন্ট প্রোমোটিং অ্যাসোসিয়েশন দূতাবাসের এই উদ্যোগকে সক্রিয়ভাবে সমর্থন করছে। ব্যবসা সংক্রান্ত ডাচ সরকারের শীর্ষ সংস্থা নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সিও (আরওভি) এই উদ্যোগের সঙ্গে প্রথমবারের মত স্বতঃস্ফূর্তভাবে সংযুক্ত হয়েছে।

সম্মেলনে যে খাতগুলি চিহ্নিত করা হয়েছে, তা নির্ধারণে ডাচদের আগ্রহের বিষয়টি বিবেচনার পাশাপাশি বাংলাদেশ অর্থনীতির ভবিষ্যত প্রবৃদ্ধিতে এসব খাতের অর্থনৈতিক গুরুত্বও বিবেচনায় নেওয়া হয়েছে। গতানুগতিক ব্যবসা বা বিনিয়োগ সেমিনার বৈঠক হতে ভিন্নধর্মী এই সম্মেলন সুনির্দিষ্ট খাতভিত্তিক তিনটি ওয়েবিনারে সমন্বয়ে অনুষ্ঠিত হবে যেখানে আগ্রহী ডাচ উদ্যোক্তারা বাংলাদেশ ও নেদারল্যান্ডসের খাত সংশ্লিষ্ট মূখ্য ব্যক্তিত্বের উপস্থিতিতে বাংলাদেশের ব্যক্তি-বেসরকারি খাতের আস্থাভাজন প্রতিষ্ঠান- অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিত করার চেষ্টা করবে।

বাংলাদেশ দূতাবাসের এই উদ্যোগে ঢাকা এবং আমস্টারডামে অবস্থিত দুটি বিনিয়োগ পরামর্শক প্রতিষ্ঠান লাইট ক্যাসেল পার্টনারস ও ল্যারিভ ইন্টারন্যাশনাল গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে। সম্মেলনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ তিনটি খাতে (কৃষি-খাদ্য, হালকা প্রকৌশল, এবং পানি-সমুদ্র সম্পদ) বিনিয়োগ আলোচনা প্রাধান্য পাবে।

আগ্রহী যে কেউ এই (ভার্চুয়াল) সম্মেলনের পূর্ণাঙ্গ সম্প্রচার নেদারল্যান্ডস্থ বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ (facebook.com/bangladeshembassyTheHague) এবং একইসাথে বাংলাদেশি অংশীদারদের ফেসবুক পেজ থেকে সরাসরি ফলো করতে পারবেন বলে জানা গেছে সংবাদ বিজ্ঞপ্তি থেকে।
সূত্র : কালের কণ্ঠ

 

এ জাতীয় আরও খবর

এই প্রথম ইসরায়েলে অস্ত্র পাঠানো স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান

১৪ বছর বয়সে জাতীয় দলে অভিষেক বাংলাদেশি পেসারের

বিএনপি অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে চায় : মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

ওমর সানীর মতো ‘খাঁটি প্রেমিক’ দেখেননি মিশা

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা

চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলজট, ২ ঘণ্টা ধরে নেই বিদ্যুৎ

বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারতে গেলেন সাকিব

প্রাথমিকে পুরোদমে ক্লাস শুরু মঙ্গলবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

মিল্টনের অনেক ভয়ংকর ঘটনা রয়েছে : ডিবিপ্রধান