সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিনায় পৌঁছেছেন লাখ লাখ হাজী

news-image

পবিত্র হজ শুরু হয়েছে আজ। হজব্রত পালনে এ বছর সারা বিশ্ব থেকে ১৩ লাখ ৭৪ হাজার ২০৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। গত বছরের তুলনায় এ বছর ১১ হাজার ৭২২ জন কম হজযাত্রী হজ পালন করবেন। সৌদি আরবের মক্কা প্রদেশের তাঁবু-শহর হিসেবে পরিচিতি পাওয়া মিনায় এ পর্যন্ত পবিত্র হজব্রত পালনে সমবেত হয়েছেন প্রায় ৬০ শতাংশ হজযাত্রী। বাকি ৪০ শতাংশ হজযাত্রী আজ মিনায় পৌঁছবেন। মিনায় ১ লাখ ৬০ হাজার অগ্নিনিরোধক তাঁবু আছে। অগ্নি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে সেখানে। সেখানে রাত যাপন করে আগামীকাল বুধবার ভোরে আরাফাত ময়দানে সমবেত হবেন হজযাত্রীরা। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গ্যাজেট। সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের (জাওয়াযাত) মহাপরিচালক মেজর জেনারেল সোলায়মান বিন আবদুল আজিজ আল-ইয়াহিয়া জানিয়েছেন, এ বছর পবিত্র হজব্রত পালনে সারা বিশ্ব থেকে ১৩ লাখ ৭৪ হাজার ২০৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে ১৩ লাখ ২৫ হাজার ১৮৯ জন আকাশপথে, ৩৬ হাজার ৯৪ জন স্থলপথে এবং ১২ হাজার ৯২৩ জন সমুদ্রপথে সৌদি আরবে পৌঁছেছেন।
হজ অপারেশন্স অ্যান্ড ইমার্জেন্সিজ বিষয়ক দপ্তরের মন্ত্রীর উপদেষ্টা এবং হজযাত্রীদের গ্রুপিং ইউনিটের প্রধান মেজর জেনারেল মুহাম্মদ আল-কারনি জানিয়েছেন, হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছনোর দিন থেকেই তাদের বিভিন্ন দলে ভাগ করার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেছেন, হজযাত্রীদের বিভিন্ন দলে ভাগ করার যে প্রক্রিয়া রয়েছে, তার ১২টি ধাপের মধ্যে চতুর্থ পর্যায় বা ধাপ এটি। তিনি জানান, এরই মধ্যে তিনটি প্রক্রিয়া সুসম্পন্ন হয়েছে। তিনি বলেন, সৌদি আরবে হজযাত্রীরা পৌঁছানোর পর প্রথম গ্রুপিং প্রক্রিয়ার সময় তাদের মক্কা ও মদিনায় পাঠানো হয়েছে। দ্বিতীয় ধাপে ৯৪ হাজার ৬৫৩ হজযাত্রীকে পরিবহনযোগে মক্কা থেকে মদিনায় মসজিদে নববীতে পাঠানো হয়। তৃতীয় ধাপে হজযাত্রীদের মদিনা থেকে মক্কায় পাঠানো হয়। কারনি জানিয়েছেন, সব হজযাত্রী এখন পবিত্র মক্কায় সমবেত হয়েছেন। তারা মিনায় যাওয়ার জন্য প্রস্তুত। মিনায় অস্থায়ী তাঁবুতে রাত যাপন করবেন হজযাত্রীরা। আগামীকাল বুধবার তারা আরাফাত ময়দানে যাবেন। তিনি ব্যাখ্যা করেছেন, মন্ত্রণালয়ের ই-পোর্টালের মাধ্যমে অনলাইনে এ গ্রুপিং প্রক্রিয়া সম্পন্ন হয়। পানির পাইপগুলোর সামগ্রিক একটি নেটওয়ার্ক সেখানে রয়েছে। এ পাইপগুলোর দৈর্ঘ্য ১০০ কিলোমিটার। পাইপগুলোর ব্যস ২৫০ মিলিমিটার থেকে ৭০০ মিলিমিটার পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

এই প্রথম ইসরায়েলে অস্ত্র পাঠানো স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান

১৪ বছর বয়সে জাতীয় দলে অভিষেক বাংলাদেশি পেসারের

বিএনপি অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে চায় : মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

ওমর সানীর মতো ‘খাঁটি প্রেমিক’ দেখেননি মিশা

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা

চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলজট, ২ ঘণ্টা ধরে নেই বিদ্যুৎ

বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারতে গেলেন সাকিব

প্রাথমিকে পুরোদমে ক্লাস শুরু মঙ্গলবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

মিল্টনের অনেক ভয়ংকর ঘটনা রয়েছে : ডিবিপ্রধান