মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো আন্দোলন আর নয় : ওবায়দুল কাদের

news-image

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো আন্দোলন না করার অনুরোধ জানিয়েছেন। ‘দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করা সব নাগরিকের গণতান্ত্রিক অধিকার। কিন্তু দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন করার দরকার নেই। রাজপথ অবরোধ করে আন্দোলন করায় গতকাল যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এতে শহরের প্রায় দেড় কোটি মানুষ জিম্মি হয়ে পড়েছিলো। তাই জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনে আন্দোলন আর নয়। আপনারা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই আন্দোলন করুন। মন্ত্রী আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘সম্মিলিত শিল্পী সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব ২০১৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
সম্মিলিত সংগীত শিল্পী সোসাইটি আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাওছার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান জুয়েল, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নেত্রী মনোয়ারা চৌধুরী মিনু, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক রাশেক রহমান, শাহবাগ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাদল হোসেন প্রমুখ। সম্মিলিত সংগীত শিল্পী সোসাইটির আহ্বায়ক আশরাফ উদাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ওবায়দুল কাদের আন্দোলনকারীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যারা আন্দোলন করবেন, তারা আর কখনো রাজপথ অবরোধ করে আন্দোলন করবেন না। কারণ শান্তিপ্রিয় মানুষ এ ধরনের আন্দোলন পছন্দ করেন না। এ ধরনের আন্দোলনে সাফল্যের হারও কম থাকে।
সড়ক পরিবহন মন্ত্রী ঢাকার যানজট নিরসনে এ ধরনের আন্দোলনকে একটি বড় বাধা হিসেবে উল্লেখ করে বলেন, গত কয়েকদিনে ঢাকার যানজট পরিস্থিতি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তার মধ্যে এ ধরনের অবরোধ কর্মসূচি যানজট নিরসনে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
তিনি সম্মিলিত সংগীত শিল্পী সোসাইটির উৎসবের উদ্বোধন করে বলেন, শিল্পী সমাজের সম্মিলিত অগ্রযাত্রা দেশের শিল্প-সংস্কৃতিকে সুস্থ ধারায় প্রবাহিত করতে সহায়ক হবে। তাই সুস্থ সংস্কৃতির বিকাশে শিল্পীদের কাজ করে যেতে হবে। তবে সংস্কৃতির বিকাশে তিনি শিল্পীদের উপযুক্ত সম্মানী প্রদানের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে শিল্পীদের উপযুক্ত ভাতা দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

নিভেছে সুন্দরবনের আগুন, আরও ২-৩ দিন থাকবে পর্যবেক্ষণে

ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে

ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে উপজেলা চেয়ারম্যানসহ আটক ১১

ভারতে লোকসভা নির্বাচনের ৩য় দফার ভোটগ্রহণ শুরু

গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত, রাফাহতে হামলার ঘোষণা ইসরায়েলের

সিরিজ নিশ্চিতের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

উপজেলা নির্বাচন : ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

চারদিনে ডিমের দাম বেড়েছে ডজনে ২০ টাকা

১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি

সুপ্রিমকোর্টের রায়ে ইমরান খান ক্ষমতায় ফেরার আশা

গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপির গণতন্ত্রের প্রতি আগ্রহ কোনোদিন ছিল না : ওবায়দুল কাদের