মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারিকরণের পর দূর্গতি কসবায় ৫ মাস যাবত বেতন পাচ্ছেন না ৩০১ জন শিক্ষক

primary.2কসবা সংবাদদাতা॥কসবায় ৫ মাস বেতন পাননি ৩০১ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণের ঘোষণা দেয়ার পর থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এর ফলে উপজেলার ৭৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০১ জন শিক্ষক মানবেতর জীবন যাপন করছেন। গত বছরের ৯ জানুয়ারি রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১লা জানুয়ারি থেকে দেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করার ঘোষণা দেন। এ ঘোষণার আওতায় পড়েন কসবার ৭৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০১ জন শিক্ষক। যাদের পরবর্তী সময় নতুন স্কেলে বেতন পাবার কথা। অথচ অদ্যাবধি তারা নতুন স্কেলে বেতন পাওয়া তো দূরের কথা পূর্বে বেসরকারি থাকাবস্থায় যে সামান্য বেতন ভাতা পেতেন সেটাও বন্ধ হয়ে গেছে। শিক্ষক নেতা মো: মমিনুল ইসলাম জানান, গত অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৫ মাস শিক্ষকগণ বেতন ভাতাদি না পাওয়ার ফলে ভীষন কষ্টে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা নূর জানান, মন্ত্রণালয় থেকে বেতন বরাদ্দ না আসায় শিক্ষকদের বেতন ভাতা প্রদান করা সম্ভব হচ্ছে না।