মনোনয়ন দ্বন্দ্ব বিএনপিতে, সুযোগ নিতে চায় জামায়াত
শামসুল আলম স্বপন, কুষ্টিয়া
ভারত সীমান্তঘেঁষা কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতায় বেশ সরগরম। সব কটি আসনেই বিএনপি ও জামায়াতে ইসলামী প্রাথমিকভাবে মনোনয়ন চূড়ান্ত করলেও বিএনপির ভেতরে মনোনয়নবঞ্চিত নেতাদের অসন্তোষ ও পাল্টা তৎপরতায় দেখা দিয়েছে অস্থিরতা। অধিকাংশ আসনেই বিএনপির সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে মনোনয়নবঞ্চিতদের সক্রিয় আন্দোলন চোখে পড়ছে। বিশেষ করে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) ও কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘিরে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা।
বিক্ষোভ-সমাবেশের মাধ্যমে দলীয় প্রার্থীর প্রতি অনাস্থা জানাচ্ছে নেতাকর্মীদের একটি অংশ। মনোনয়নবঞ্চিত নেতাদের পক্ষে মাঠে নেমেছেন তাঁদের অনুসারীরা। কুষ্টিয়া-২ আসনে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম এবং কুষ্টিয়া-৩ আসনে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের পক্ষে আন্দোলন দিন দিন বাড়ছে। বিএনপির মনোনয়ন বিরোধের এই সুযোগ কাজে লাগাতে চাইছে জামায়াতে ইসলামী। দলটির ধারণা, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল অব্যাহত থাকলে তারা অন্তত দুটি আসনে জয়ী হতে পারবে।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) : এই আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী দৌলতপুর থানার আমির বেলাল উদ্দিন। বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে দলের উপজেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে। এই আসনে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েলও মনোনয়নপ্রত্যাশী ছিলেন। প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর তিনি দলের সিদ্ধান্তকে সমর্থন জানালেও এখনও সভা-সমাবেশের মাধ্যমে মাঠে সক্রিয় রয়েছেন। ফলে চাপের মুখে পড়েছেন বাচ্চু মোল্লা।
এ ছাড়া এনসিপি থেকে নুসরাত তাবাসসুম জ্যোতি, খেলাফত মজলিস থেকে শরীফুল ইসলাম, ইসলামী আন্দোলন থেকে মুফতি আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে আসাদুজ্জামান এবং গণঅধিকার পরিষদ থেকে শাহাবুল মাহমুদ প্রার্থী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) : জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর। তিনি কর্মী-সমর্থকদের নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন ভোটের মাঠে। বিএনপির সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। তবে তাঁকে মেনে নিতে রাজি নন দলের আরেক মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামের সমর্থকরা। এতে স্থানীয় বিএনপিতে বড় ধরনের বিভাজন সৃষ্টি হয়েছে। রাগীব রউফ চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন অধ্যাপক শহীদুল ইসলামের অনুসারীরা। তাঁদের অভিযোগ, কেন্দ্র অধ্যাপক শহীদুল ইসলামের দীর্ঘদিনের কাজের যথাযথ মূল্যায়ন করেনি। দলের দুর্দিনে অধ্যাপক শহীদুল ইসলাম মিরপুর ও ভেড়ামারার বিপদগ্রস্ত নেতাকর্মীদের আগলে রেখেছিলেন এবং মামলা-হামলা থেকে রক্ষা করেছিলেন। তাঁদের দাবি, অধ্যাপক শহীদুল ইসলাম মনোনয়ন না পেলে এই আসন বিএনপির হাতছাড়া হবে।
বিএনপির মিত্র জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব ও সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকনও মনোনয়নপ্রত্যাশী। বিএনপি ও তার মিত্রদের দ্বন্দ্বকে কাজে লাগিয়ে তিনি ফায়দা তুলতে পারেন বলে মনে করছেন স্থানীয়রা। ইসলামী আন্দোলন থেকে মোহাম্মদ আলী, খেলাফত মজলিস থেকে মো. আব্দুল হামিদ এবং এনসিপি থেকে নয়ন আহমেদের নামও জোরেশোরে শোনা যাচ্ছে।
কুষ্টিয়া-৩ (সদর) : এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। মনোনয়ন ঘোষণার পর তিনি ভোটের মাঠে সক্রিয় হয়ে উঠেছেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। তবে তাঁর মনোনয়নে ক্ষুব্ধ সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের অনুসারীরা। মনোনয়ন ঘোষণার পর প্রথমদিকে নীরব থাকলেও বর্তমানে অনুসারীদের চাপে অধ্যক্ষ সোহরাব উদ্দিন মনোনয়ন পেতে ভোটের মাঠে ব্যাপক প্রচার চালাচ্ছেন। স্থানীয়রা বলেছেন, প্রকৌশলী জাকির হোসেন সরকার ও অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকদের মধ্যকার দ্বন্দ্ব নিরসন করতে না পারলে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হতে পারে। এই আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজা। খেলাফত মজলিস থেকে সিরাজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে আব্দুল লতিফ খান, গণঅধিকার পরিষদ থেকে আব্দুল খালেক এবং ইসলামী আন্দোলন থেকে আহম্মদ আলী প্রার্থী হতে পারেন।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) : এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তাঁর পিতা অ্যাডভোকেট সৈয়দ মাসউদ রুমী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে সংসদ সদস্য এবং জেলা উন্নয়ন সমন্বয়কারী (ডিডিসি) ছিলেন। পিতার মতোই সৈয়দ মেহেদী আহমেদ রুমীর জনপ্রিয়তাও এই আসনে তুঙ্গে। তবে তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম আনসার প্রামাণিকের অনুসারীরা বিক্ষোভ করেছেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী এবং কৃষক দলের হাফেজ মো. মঈনউদ্দিনও এই আসনে মনোনয়নপ্রত্যাশী। ফলে তাঁদের অনুসারীরাও প্রার্থী পরিবর্তনের দাবি জানাচ্ছেন।
এই আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফজাল হোসেন। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এখানে জয়ের আশা দেখছেন জামায়াতের নেতাকর্মী। গণঅধিকার পরিষদ থেকে শাকিল আহমেদ, ইসলামী আন্দোলন থেকে আনোয়ার হোসেন খান এবং খেলাফত মজলিস থেকে আলী আশরাফ মনোনয়ন পেতে পারেন বলে সংশ্লিষ্ট দলগুলোর পক্ষ থেকে ধারণা দেওয়া হচ্ছে।











