গভীর রাতে বাড্ডায় ফার্নিচার কারখানায় আগুন
অনলাইন ডেস্ক : রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে সাঁতারকুলে মুন্সিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের স্টেশন অফিসার শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
তবে কীভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।











