রবিবার, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নজরুল সমাধিচত্বরে বরেণ্য আরও চার ব্যক্তিত্বের সঙ্গে শায়িত হাদি

news-image

নিজস্ব প্রতিবেদক : জুলাই অভ্যুত্থানের সমুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদিকে শেষশয্যায় শায়িত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে। এরমধ্য দিয়ে ফের আলোচনায় ওঠে এসেছে বছর জুড়ে অবহেলার ধুলো জমা এই সমাধিক্ষেত্রটি।শহিদ ওসমান হাদির দাফনের মধ্য দিয়ে এই ঐতিহাসিক সমাধিক্ষেত্রে চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট ব্যক্তিত্বের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

 

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ওসমান হাদির দাফন সম্পন্ন হওয়ার পর নতুন করে কৌতূহল তৈরি হয়েছে— নজরুল সমাধিসৌধে আর কারা শায়িত আছেন। জাতীয় কবির সমাধিস্থলটি কেবল কবি নজরুলের স্মৃতিবাহী স্থান নয়; সময়ের পরিক্রমায় এটি দেশের সংস্কৃতি, শিক্ষা ও শিল্পাঙ্গনের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের শেষ ঠিকানায় পরিণত হয়েছে।

‘মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই’, বিদ্রোহী কবি এই গানে জানিয়ে গিয়েছিলেন তার শেষ ইচ্ছের কথা। সেই অনুযায়ী ১৯৭৬ সালের ২৯ আগস্ট মৃত্যুবরণ করলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ঢাকার প্রাণকেন্দ্রে, ধর্মীয় ও শিক্ষাঙ্গনের গুরুত্বপূর্ণ পরিবেশে তাকে সমাহিত করা হয়। এরপর থেকেই নজরুল সমাধিসৌধ জাতীয় স্মৃতিচিহ্ন হিসেবে বিশেষ মর্যাদা পায়।যদিও সাম্প্রতিক সময়ে সমাধিক্ষেত্রটি পরিচ্ছন্ন রাখায় অবহেলা ও উদাসীনতার অভিযোগ ওঠেছে।

 

কবি নজরুলের এই সমাধিক্ষেত্রেই শায়িত আছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশের আধুনিক চিত্রকলার পথিকৃৎ হিসেবে পরিচিত জয়নুল আবেদিন তার শিল্পকর্ম ও শিক্ষাদানের মাধ্যমে দেশের শিল্পচর্চায় গভীর প্রভাব রেখে গেছেন।

এই চত্বরে সমাহিত হয়েছেন খ্যাতিমান শিল্পী ও জাতীয় পতাকার নকশাকার কামরুল হাসান। মুক্তিযুদ্ধ ও পরবর্তীসময়ে তার শিল্পকর্ম জাতীয় চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নজরুল সমাধিসৌধের পার্শ্ববর্তী এলাকায় তার সমাধি শিল্প ও সংস্কৃতিপ্রেমীদের কাছে তৈরি করেছে বিশেষ আবেদন।

নজরুল সমাধিক্ষেত্রে শায়িত আছেন দেশের শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান রাখা দুই শিক্ষাবিদ- প্রফেসর আব্দুল মাতিন চৌধুরী ও প্রফেসর মুজাফফর আহমদ চৌধুরী। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

কণ্ঠে বিদ্রোহী কবিতার অনুরণন তোলা শহিদ শরিফ ওসমান হাদিকে সমাহিত করা হলো এই ঐতিহাসিক সমাধিক্ষেত্রে। পরিবার ও তার সংগঠন ইনকিলাব মঞের আবেদন সাড়া দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে নজরুল সমাধিসৌধে দাফনের অনুমোদন দেয়। এই দাফনের মধ্য দিয়ে নজরুল সমাধিসৌধের ঐতিহাসিক ও প্রতীকী গুরুত্ব নতুন করে সামনে এসেছে, যা স্মরণ করিয়ে দেয়— এই স্থানটি কেবল স্মৃতির নয়, জাতীয় বিবেকেরও প্রতীক।নতুন করে নজরুল সমাধিক্ষেত্রটি হয়ে ওঠেছে শিল্প-সাহিত্য-শিক্ষার পাশাপাশি অবরুদ্ধ তরুণকণ্ঠের অনন্য স্মৃতিচিহ্ন বহন করা এক মহান তীর্থ।