মঙ্গলবার, ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আইন উপদেষ্টার নতুন বার্তা

news-image

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল গুম অধ্যাদেশ ও কয়েকটি সংস্কারের অগ্রগতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন। ১ ডিসেম্বর রাত ১১টায় বহুল প্রতিক্ষীত গুম অধ্যাদেশের গেজেট নোটিফিকেশন হয়েছে বলে জানান তিনি।

সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে, নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য দেন আসিফ নজরুল।

আইন উপদেষ্টা জানান, কয়েকদিন আগে বিচার বিভাগ স্বাধীন করার জন্য অতি গুরুত্বপূর্ণ আইন সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে হিউম্যান রাইটস কমিশন আইনের আরেকটি সংস্কার হবে বলেও জানান তিনি।

ফেসবুক পোস্টে উপদেষ্টা আরও জানান, বিচার বিভাগীয় সংস্কারের যে লক্ষ্য ছিলে, তার ৯০ শতাংশ সমাপ্ত হয়েছে। বিচার বিভাগ পুলিশ সংস্কার আইন ও দুর্নীতি দমন সংস্কার অধ্যাদেশের কাজও দ্রুত সমাপ্ত করার জন্য ভূমিকা রাখছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর