রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে চলন্ত বাসে আগুন

news-image

অলাইন ডেস্ক : রাজধানীর মহাখালীতে একটি চলন্ত বাসে আগুন লেগেছে। শনিবার (২২ নভেম্বর) রাতে মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের বাসটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।