রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বড় মাত্রার ভূমিকম্পের ধকল সইতে পারবে না রাজধানী

news-image

শাহজাহান মোল্লা
গত শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর গতকাল শনিবার সকালে একবার, সন্ধ্যায় দুবার আবারও কেঁপে উঠল দেশ। সব মিলিয়ে ৩২ ঘণ্টারও কম সময়ে চারবার ভূমিকম্প হয়েছে। শুক্রবারের ভূমিকম্প সারাদেশেই অনুভূত হয়। এতে ১১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন পাঁচ শতাধিক। ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস প্রাথমিক তথ্যাদির ভিত্তিতে বলেছে, রাজধানীর ১৪টি ভবন এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ভূমিকম্পের পর থেকে ঢাকার মানুষের মনে বিরাজ করছে আতঙ্ক। তদুপরি গতকাল তিনবার ভূমিকম্পের পর এ আতঙ্ক আরও বেড়ে গেছে। এমনকি অনেকেই রাজধানী ছেড়ে গ্রামে চলে যাওয়ার কথাও ভাবছেন। এদিকে ভূমিকম্পের ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী বিশেষজ্ঞরা ধারণা করছেন, গত দুদিনের ভূমিকম্প আরও বড় মাত্রার ভূমিকম্পের আভাস দিচ্ছে। তারা বলছেন, বড় মাত্রার ভূমিকম্প হলে এর ধকল সইতে পারবে না ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর এক সেকেন্ড পর সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ৪ দশমিক ৩। দুটি ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা এলাকায় বলা হয়েছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। ইউএসজিএস আরও জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভেতরে এবং মাত্রা ছিল ৪ দশমিক ৩। এছাড়া গতকাল সকালে নরসিংদীর পলাশ উপজেলায় সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ৩ দশমিক ৩ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়।

বার বার ভূমিকম্প অপরিকল্পিত ঢাকার জন্য প্রাণঘাতী এক মহাবিপদ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ঢাকা শহর যেভাবে গড়ে উঠেছে তাতে ৭ মাত্রার ভূমিকম্প হলে প্রায় ৩৫ শতাংশ ভবনই ভেঙে পড়তে পারে; হতাহত হতে পারে ৩ থেকে ৪ লাখ মানুষ। এছাড়া যেভাবে মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, ওভারপাস, আন্ডারপাস, উড়াল সেতুর নেটওয়ার্ক ঢাকাকে ঘিরে করা হয়েছে, তাতে এগুলো ভেঙে পড়লে ঢাকায় চলাচল করার মতো পথ থাকবে না। তাই উদ্ধার তৎপরতায় প্রচণ্ড ব্যাঘাত ঘটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সঠিক কোনো পরিসংখ্যান নেই, কোন এলাকার কোন ভবন ভূমিকম্প-ঝুঁকিতে রয়েছে। যে কয়েকটি ভবনের তালিকা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) করেছিল, সেগুলোর বিষয়েও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর আগে রাজউক ৪২টি ভবনকে অতিঝুঁকিপূর্ণ চিহ্নিত করে এসব প্রতিষ্ঠানে চিঠি দিয়েছিল ভেঙে ফেলার জন্য; কিন্তু প্রতিষ্ঠানগুলো এতে কর্ণপাত করেনি। গত শুক্রবার ভূমিকম্পের পর গতকাল শনিবার পুরান ঢাকা এলাকা পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় তিনি বলেন, কসাইটুলিতে ভূমিকম্পে রেলিং ভেঙে পড়া ভবনের নকশা দেখাতে পারেনি মালিকপক্ষ। আগামী ৭ দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবনটি সিলগালা করা হবে। তিনি আরও বলেন, পুরান ঢাকার অধিকাংশ ভবনই ঝুঁকিপূর্ণ।

প্রাপ্ত তথ্যমতে, পুরান ঢাকার অধিকাংশ ভবনই অনেক পুরনো। তাই সেখানকার অনেক ভবনের জীবনীশক্তি অনেক আগেই শেষ হয়ে গেছে। তার ওপর এ অঞ্চলের অধিকাংশ রাস্তাই সরু। তাই শুধু ভূমিকম্পই নয়, যে কোনো দুর্যোগে পুরান ঢাকার ঝুঁকি বেশি। তবে ঢাকার অন্যান্য এলাকাও কম ঝুঁকিপূর্ণ নয়।

বাংলাদেশে বার বার ভূমিকম্পের আঘাত কী বার্তা দিচ্ছে- এমন প্রশ্নে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদি আহমেদ আনসারী আমাদের সময়কে বলেন, ঢাকার অদূরে ৭ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার ৩৫ শতাংশ ভবনই ধসে পড়তে পারে। প্রায় ৩ থেকে ৪ লাখ মানুষ হতাহত হতে পারে। এছাড়া এ মাত্রার ভূমিকম্প হলে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার তৎপরতা চালানো দুরূহ হয়ে যাবে।

বাংলাদেশের ভূমির অবস্থান ও ঢাকার কোন এলাকার কী অবস্থা, তা জানার কথা বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের; কিন্তু সরকারি এ সংস্থার কাছে ঢাকার কোন এলাকার কী চিত্র- এ সংক্রান্ত কোনো তথ্য নেই। শুক্রবারের ভূমিকম্পের পর অধিদপ্তর থেকে একটি টিম উৎপত্তিস্থল নরসিংদীতে পাঠানো হয়েছে। সেখানকার অবস্থান জেনে রবিবারের মধ্যে তারা একটি সভা করতে পারে বলে জানা গেছে।

এ বিষয়ে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল মান্নান আমাদের সময়কে বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। সেভাবে কিছু জানা নেই। তবে শুক্রবারের ঘটনার পর আমরা একটি সভা করেছি। আমরা একটি বড় প্রকল্প নেওয়ার কথা ভাবছি। আমাদের একটি টিম নরসিংদীতে পাঠানো হয়েছে। সেখানকার অবস্থান জানার পর বলা যাবে কোথায় কী ঘটছে।

ভূমিকম্প হলে সাধারণত ভবন বা স্থাপনা ধসে পড়ে কিংবা দেবে যায়। এক্ষেত্রে বড় ঝুঁকি হচ্ছে চলাচলের পথ বন্ধ হয়ে যায়। এ কারণে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার তৎপরতায় ব্যাপক বেগ পেতে হয়। এ সময় বেশি দরকার হয় প্রশিক্ষিত জনবলের পাশাপাশি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক। কয়েক বছর ধরে ফায়ার সার্ভিস ৬২ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণের জন্য একটি প্রকল্প হাতে নেয়। সেখান থেকে এরই মধ্যে ৫৫ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার আমাদের সময়কে বলেন, ভূমিকম্প আর অগ্নিকাণ্ডের ক্ষতির ধরন একটু ভিন্ন। ভূমিকম্প হলে সাধারণত ভবন বা স্থাপনা ধসে পড়ার কারণে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি থাকে। ভূমিকম্প-পরবর্তী উদ্ধার তৎপরতার জন্য অগ্নিনির্বাপণের মতো বড় গাড়ি-পাম্প ব্যবহার করা যায় না। ছোট ছোট যন্ত্রপাতি, যেগুলো হাতে বহন করা যায় সেগুলো ব্যবহার করতে হয়। এ ধরনের যন্ত্রপাতি ফায়ার সার্ভিসের রয়েছে। আমাদের কর্মীরা তুরস্ক ও মিয়ানমারের ভূমিকম্পে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে অভিজ্ঞতা অর্জন করেছেন। কাজেই আমাদের অভিজ্ঞ জনবল ও যন্ত্রপাতি রয়েছে। এর পরও আমরা সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছি। তিনি বলেন, এটা সত্যি যে, ভূমিকম্পে বড় আকারের ক্ষয়ক্ষতি হলে বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে প্রচুর প্রতিবন্ধকতা তৈরি হবে। সম্মিলিতভাবে সকল প্রতিষ্ঠানের সহায়তায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে পূর্বাচল ও বিভাগ পর্যায়ে স্পেশাল রেসকিউ টিম গঠন করা হয়েছে। আমরা বিভিন্ন প্রচার ও প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ জনগণকে সচেতন করে তোলার চেষ্টা করছি। আশা করছি, প্রয়োজনে তারাও আমাদের উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করবেন।