যেভাবে শক্তিশালী হলো নরসিংদীর ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মাধবদীতে শুক্রবারের ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ সারা দেশ। সেই ঝাঁকুনির রেশ কাটার আগেই শনিবার সকাল ও সন্ধ্যায় আরও দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। তিনটি ভূমিকম্পের কেন্দ্রই নরসিংদী এলাকায়। ৩৬ ঘণ্টায় তিন দফার এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি আরও বেড়ে গেছে।
ভূমিকম্প বিশেষজ্ঞরা জানান, শুক্রবারের ৫ দশমিক ৭ মাত্রার কম্পনটির কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদীতে, ভূমির প্রায় ১০ কিলোমিটার গভীরে। ইউএসজিএসের হিসাবে, দেশে প্রায় ৭ কোটি মানুষ ঝাঁকুনি অনুভব করেছেন। আবহাওয়া বিভাগ বলছে, সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূকম্পন এটিই।
আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকালেও নরসিংদীর পলাশ উপজেলায় ৩ দশমিক ৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়। একই দিন সন্ধ্যায় আবারও ৪ দশমিক ৩ মাত্রার ভূকম্পন হয়, কেন্দ্র একই অঞ্চল।
বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর ভূ-পৃষ্ঠ কয়েকটি টেকটনিক প্লেটে বিভক্ত। এসব প্লেট ভূগর্ভে তরল পদার্থের ওপর ভাসছে এবং এই প্লেটগুলো গতিশীল- একে অপরের সাপেক্ষে অবস্থান পাল্টাচ্ছে। তবে এর বাইরে অনেক জায়গায় সাব-প্লেট ক্রিয়াশীল আছে। যেসব স্থানে একটি প্লেট
এসে আরেকটি প্লেটের কাছাকাছি মিশেছে বা ধাক্কা দিচ্ছে বা ফাটলের তৈরি হয়েছে, সেটাকে বলা হয় ফল্ট লাইন। এই প্লেটগুলোর সীমানায় বা ফল্ট লাইনে যখন চাপ জমে এবং শিলাস্তরের ধারণক্ষমতা ছাড়িয়ে যায়, তখন সৃষ্টি হয় ভূমিকম্প। বাংলাদেশও এমন কয়েকটি সক্রিয় ফল্ট লাইনের ওপর অবস্থান করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ সৈয়দ হুমায়ুন আখতার বলেন, মাধবদীর ভূমিকম্পের কারণ ইন্ডিয়ান প্লেট ও বার্মিজ প্লেটের অবস্থান পরিবর্তন। তাঁর মতে, এই অঞ্চলে দীর্ঘদিন ধরে শক্তি সঞ্চিত হচ্ছে এবং শুক্রবারের ভূমিকম্প তার মাত্র ক্ষুদ্র অংশ মুক্ত করেছে। তাই সামনে আরও বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি রয়েছে।
বিশেষজ্ঞ মত অনুযায়ী, বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের প্রধান উৎস দুটি। এর একটি হলো ‘ডাউকি ফল্ট’, যা ভারতের শিলং মালভূমির পাদদেশে বাংলাদেশের ময়মনসিংহ-জামালগঞ্জ-সিলেট অঞ্চলে বিস্তৃত; যা প্রায় ৩৫০ কিলোমিটার দীর্ঘ। আরেকটি হলো : সিলেট থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, টেকনাফ পর্যন্ত, যা সব মিলিয়ে ইন্দোনেশিয়ার সুমাত্রা পর্যন্ত বিস্তৃত। এই উৎসটিকে খুব ভয়ংকর বলে মনে করেন বিশেষজ্ঞরা।
টেকটনিক প্লেটে বাংলাদেশের যে অবস্থান, তাতে দুটি প্লেটের সংযোগস্থল রয়েছে- পশ্চিমে ইন্ডিয়ান প্লেট আর পূর্ব দিকে বার্মা প্লেট। আর বাংলাদেশের উত্তর দিকে আছে ইউরেশিয়ান প্লেট।
সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ভারতীয় প্লেট পূর্ব দিকে সরে গিয়ে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের নিচে তলিয়ে যাচ্ছে। এতে একটি শক্তিশালী সাবডাকশন জোন তৈরি হয়েছে। এই সেগমেন্টে ৮ দশমিক ২ থেকে ৯ মাত্রার ভূমিকম্পের শক্তি জমে আছে। শুক্রবারের ভূমিকম্প ওই শক্তি আংশিক মুক্ত হওয়ার ইঙ্গিত দেয়, যার ফলে বড় ভূমিকম্পের আশঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে।
ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, দুই প্লেটের সংযোগস্থলে শক্তি সঞ্চয় হচ্ছে ৮০০ বছরের বেশি সময় ধরে। সেখানে ৮ দশমিক ২ থেকে ৯ মাত্রার ভূকম্পন তৈরির মতো শক্তি জমা হয়ে আছে। এটা বের হবেই। মাধবদীর ভূমিকম্পের কারণে এখন সামনে সহজেই সেই শক্তি বের হয়ে আসতে পারে। আর সেটি হলে আমাদের ঢাকা নগরীর একটি মৃত্যুপুরী হয়ে ওঠার আশঙ্কা আছে। সে কারণে আর অবহেলা না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
ইউএসজিএস জানায়, ১৯৫০ সালের পর এ অঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রা বা তার বেশি শক্তিশালী ভূমিকম্প হয়েছে ১৪টি।
ইতিহাস বলছে, এ অঞ্চলে বড় ভূমিকম্প নদীর গতিপথ পর্যন্ত বদলে দিয়েছে। ১৭৯৭ সালের কম্পনে ব্রহ্মপুত্র নদ পথ পরিবর্তন করে। ১৭৬২ সালের ৮ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে সেন্টমার্টিন দ্বীপ তিন মিটার উঁচু হয়েছিল। ১৮৯৭ সালের ডাউকি ফল্টের ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পও ছিল ভয়াবহ।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দীর্ঘদিন ধরে সঞ্চিত শক্তি যে কোনো সময় বড় ধাক্কা দিতে পারে। তাই এখনই ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার বিকল্প নেই।











