মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট ও জমি জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

news-image

আদালত প্রতিবেদক : সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের প্রায় সাড়ে ৮ কোটি টাকা মূল্যমানের তিনটি ফ্ল্যাট ও ১০ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১৩ কোটি ৯১ লাখ ৫৯ হাজার ৩০ টাকা থাকা তার ১৬ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

‎আজ সোমবার ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন।

‎দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান ফ্ল্যাট ও প্লট জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধে চেয়ে আবেদন করেন।

‎আবেদনে বলা হয়, আসাদুজ্জামান নূরের অর্জিত সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে তদন্তকালে পাওয়া তার নিজনামীয় এসব স্থাবর ও অস্থাবর সম্পদ যেন তিনি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন এ জন্য তা জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।

‎জব্দের আদেশ হওয়া তিনটি ফ্ল্যাটের মধ্যে রাজধানীর রমনা এলাকায় দুটি ফ্ল্যাটের মূল্য যথাক্রমে ১ কোটি ৩৩ লাখ ৯০ হাজার এবং ৩ কোটি ২৪ লাখ ৫০ টাকা, গুলশানের ৩ হাজার ৬৬০ বর্গফুটের ফ্ল্যাটের (অর্ধেকাংশ) মূল্য ৪ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার টাকা। বড় মগবাজারের ২ হাজার ৭৫ বর্গফুটের ফ্ল্যাটের (অর্ধেকাংশ) মূল্য ৫২ লাখ ৬৮ হাজার ৪৩৬ টাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নিউ টাউন প্লটের ১০ কাঠা জমির মূল্য ৩৩ লাখ ৫৬ হাজার ৮৮০ টাকা।

‎গত ৩০ জুলাই পাঁচ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি মানিলন্ডারিংয়ের অভিযোগে আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলা করে দুদক।

‎মামলার এজাহারে বলা হয়, আসাদুজ্জামান নূর ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তা নিজের দখলে রেখেছেন। এ ছাড়া আসাদুজ্জামান নূরের নামে থাকা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৯টি হিসাবে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এই লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ। আসাদুজ্জামান নূরের বিভিন্ন ব্যাংক হিসাবে ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা এবং ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলন হয়েছে। এসব লেনদেনের উৎস অস্পষ্ট।

‎গত বছরের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

সাত্তার বকশের কাছে হার মানল স্টারবাকস

ভারতে ওয়াকফ সংশোধনী আইনের একাধিক ধারা স্থগিত

মিমি চক্রবর্তীকে ইডির তলব

দুই মাসে ১৭৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

ভোজ্য তেলে উৎসে কর বাড়ালো সরকার

চীনা অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত এগোচ্ছে, আসছে কারিগরি দল

ক্যান্টিন-দোকানে ভিপি-জিএসদের জরিমানা, প্রশাসন বলছে ‘নিয়ম নেই’

বন্দরের বাড়তি মাশুল রপ্তানিমুখী পোশাক শিল্পের ‘অশনিসংকেত’

মেয়াদ বাড়লো জাতীয় ঐকমত্য কমিশনের

১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে নিয়োগ

স্ত্রী-সন্তানকে হত্যার পর ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা!

ডাকসুর ভোট পুনরায় ম্যানুয়ালি গণনার দাবি উমামা ফাতেমার প্যানেলের