সাত্তার বকশের কাছে হার মানল স্টারবাকস
আন্তর্জাতিক ডেস্ক : লোগোর লড়াইয়ে পাকিস্তানের আঞ্চলিক এক ব্র্যান্ডের কাছেহেরে গেলো বিশ্বখ্যাত কফি ব্র্যান্ড স্টারবাকস। পাকিস্তানের সাত্তার বকশ তাদের সবুজ বৃত্তাকার লোগোতে গোঁফওয়ালা এক ব্যক্তির ছবি বসায়। দেখতে অনেকটা স্টারবাকসের লোগোর মতোই। অনেকেই বলছেন স্টারবাকসকে ব্যঙ্গ করেই এই কাজ করেছে সাত্তার বকশ। এ নিয়ে আইনি লড়াইও শুরু করে স্টারবাকস। তবে শেষ পর্যন্ত সাত্তার বকশের পক্ষেই রায় দিয়েছেন পাকিস্তানের আদালত।
২০১৩ সালে উদ্যোক্তা রিজওয়ান আহমেদ ও আদনান ইউসুফ ‘সাত্তার বকশ’ চালু করেন। শুরু থেকেই এর নাম ও নকশা কৌতূহল তৈরি করে। যদিও প্রতিষ্ঠাতারা দাবি করেন, এটি কোনো অনুকরণ নয়, বরং ব্যঙ্গাত্মক ও সাংস্কৃতিক শিকড়সম্পন্ন নাম। তাদের দাবি, ‘সাত্তার বকশ’ পাকিস্তানের ইতিহাসের সঙ্গে যুক্ত একটি নাম।
ক্যাফের লোগোতেও তারা ভিন্নতার দাবি করেন। গোঁফওয়ালা ব্যক্তির ছবি, ভিন্ন ফন্ট ও রঙের শেড ব্যবহার করেছেন উল্লেখ তারা স্পষ্ট লিখিত ঘোষণা দেন যে, স্টারবাকসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
গত ৪ সেপ্টেম্বর ‘ট্রেন্ডস ইন ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রিসার্চ’ (টিআইপিআর) জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে এই রায়ের কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটি লিখেছেন ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি লাহোরের ড. হাসান মুরাদ।
যুক্তরাষ্ট্রভিত্তিক স্টারবাকসের অভিযোগ, সাত্তার বকশ নিয়ম ভঙ্গ করেছে। কিন্তু স্থানীয় ক্যাফে যুক্তি দেয়, তাদের নাম ও নকশা ব্যঙ্গাত্মক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে তৈরি, পাশাপাশি খাবারের স্বকীয়তাও প্রমাণ করে তারা নকল নয়। শেষ পর্যন্ত আদালত সাত্তার বকশের পক্ষেই রায় দেন। ফলে ক্যাফেটি নিজেদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।