মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী ২ দিনের রিমান্ডে
আদালত প্রতিবেদক : বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে (৫৫) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্টোপলিটন মাজিস্ট্রেট আতিকুর রহমান এই রিমান্ডের আদেশ দেন।
গত ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকার মিন্টো রোডের মন্ত্রিপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় এনায়েত করিম চৌধুরীকে আটক করে রমনা মডেল থানা-পুলিশ। বিকেলে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হাকিম। আদালত রিমান্ড শুনানির দিন সোমবার ঠিক করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে এরই মাঝে এনায়েত করিম চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রমনা মডেল থানায় মামলা করে পুলিশ। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশেরে রমনা জোনাল টিমের ইন্সপেক্টর আক্তার মোর্শেদ।
আজ রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানিতে বলেন, ‘তিনি নিজেকে সিআইএ-এর এজেন্ট দাবি করলেও প্রকৃতপক্ষে তিনি ‘‘র’’-এর এজেন্ট। আমাদের প্রতিবেশী রাষ্ট্রআমাদের বন্ধু না, সবচেয়ে বড় শত্রু । রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টায় রয়েছে তারা। দেশ যখন নির্বাচনমুখী, ন্যায়বিচার, আইনের শাসনের পথে হাঁটছিল, নির্বাচনের জন্য সবাই কাজ করছিল, কিন্তু একটা রাষ্ট্র এটা চায় না। বাংলাদেশকে ইন্ডিয়ার অঙ্গরাজ্যে পরিণত করতে চায়। এ এজেন্ট বাংলাদেশে এসে পরিবেশ নষ্টের চেষ্টা করছেন। ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনতে চাচ্ছে। তার ১০ দিনের রিমান্ড প্রার্থণা করছি। ‘
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারহান মো. আরাফ রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থণায় বলেন, ‘প্রথমে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। যখন গ্রেপ্তার দেখানোর কিছু পেল না, পরে মামলা করে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চাইল। গত ৬ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে আসেন। ১৪ তারিখ ফিরে যাওয়ার কথা ছিল। এরই মাঝে তো গ্রেপ্তার হলেন। তিনি আটক কেন, গাড়ি নিয়ে ঘোরাফেরা করার কারণে। গাড়ি নিয়ে ঘোরাফেরা তো অবাস্তব। বলা হচ্ছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট।’
এ আইনজীবী বলেন, ‘সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই, তিনি কোন দেশের এজেন্ট। বলা হচ্ছে, বর্তমান সরকারের পতনের ষড়যন্ত্রে লিপ্ত। এজাহার, রিমান্ড ফরওয়ার্ডিংয়ে বলা আছে, সরকারের বিভিন্ন লোকের সাথে মিটিং করেছেন। সরকার পতন করতে এসে সরকারের লোকজনের সাথে মিটিং করবেন? তাহলে কীভাবে সরকার পতন করবেন?’
অ্যাডভোকেট ফারহান মো. আরাফ বলেন, ‘এনায়েত করিম চৌধুরী রাষ্ট্রবিরোধী কাজের সাথে সম্পৃক্ত না। রাষ্ট্রবিরোধী কাজে সম্পৃক্ত হলে দেশে আসার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হতো। সেই ট্যাগের প্রচলন রয়ে গেছে। তাই রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থণা করছি। প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।’’
উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত এনায়েত করিম চৌধুরীর দুই দিনের রিমান্ডের আদেশ দেন।